কলকাতা: আগামীকাল সোমবার ৩ মার্চ। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): বাড়ির পরিবেশ মনোরম থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আইনি বিষয়ে পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। লেনদেন নিয়ে পুরনো ঝামেলা মিটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। বাড়ির কাজ শেষ করতে পারবেন।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। ভাই-বোনের বিয়েতে কোনও বাধা থাকলে তা দূর হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ থেকে মুক্তি। কর্মক্ষেত্রে আপনার পছন্দের কাজ পেতে পারেন। চাকরি পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। জ্ঞান বৃদ্ধির কোনও সুযোগ হাতছাড়া করবেন না। মায়ের থেকে বড় দায়িত্ব পাবনে। সময়মতো কাজ শেষ করতে হবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): একসঙ্গে অনেক কাজ করার কারণে বিভ্রান্ত হবেন। গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে। ইচ্ছে পূরণ হলে মন খুশি হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক পড়ুয়ারা সুসংবাদ শুনতে পাবে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। স্বাস্থ্য সমস্যাকে উপেক্ষা করবেন না। কাজে দেরি হতে পারে। বিশেষ কোনও ব্যক্তির কাছ থেকে উপদেশ পাবেন। পরিবারের সদস্যদের থেকে সাহায্য পাবেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): সম্মান বৃদ্ধি পাবে। প্রিয় জিনিস হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি থাকা কাজ শেষ না করাই ভাল। আইনি বিষয়ে ভাল সাফল্য পাবেন। হারানো অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শখের জিনিস কিনতে প্রচুর অর্থ ব্যয়। বিরোধীদের থেকে সাবধান থাকতে হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): একের পর এক সুসংবাদ শুনতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। অর্থ বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। বড় টেন্ডার পেতে পারেন। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তবেই তারা সাফল্য পাবে। অন্য কাজে ব্যস্ত থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।