কলকাতা: আগামীকাল ২৭ জানুয়ারি। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল। 


তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): গুরুত্বপূর্ণ দিন। লক্ষ্য পূরণ হবে। কর্মক্ষেত্রে কাউকে কোনও দায়িত্ব দিতে পারেন। তবে তার থেকে কোনও সুবিধা নেওয়া যাবে না। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা পূরণ হবে। শত্রুপক্ষের থেকে সাবধান। আপনার আচরণে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। 


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): কোনও পরিকল্পনা করলে তা মনের মধ্যে রাখুন। কোনও গুরুত্বপূর্ণ তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। কোনও পুজোর প্রস্তুতি নিতে পারেন। সন্তানের বিয়েতে বাধা থাকলে তা কেটে যাবে। ব্যবসায় আরও বেশি মন দিতে হবে। তাতে আয়ও বাড়বে। 


ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। কারও সঙ্গে পরিচয় হতে পারে। তাতে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হতে পারেন। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি থাকলে তা দূর হবে। 


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কঠোর পরিশ্রম করতে হবে। পার্টনারশিপের ব্যবসা শুরু করতে পারেন। কাজের পরিবেশ সুন্দর হবে। পারিবারিক অশান্তি মেটাতে হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রতিদিনের জীবনে পরিবর্তন আনতে হবে। কোনও কথা বলার আগে ভেবে বলতে হবে। কাজের বিষয়ে বাবার পরামর্শ নিন। 


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসার কাজে বাইরে যেতে হবে। কোনও চুক্তি ফাইনাল হতে পারে। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কারও থেকে টাকা ধার নিতে পারবেন। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কাজের দায়িত্ব নিতে হবে। বাড়ির কাজে হাত বাড়াতে হবে। অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না। হিংসা এবং রাগ পুশে রাখবেন না। কথা বলার আগে ভেবে নিতে হবে। শ্বশুরবাড়ির তরফে কেউ দেখা করতে আসতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।