Nirmala Sitharaman: মাঝে আর সপ্তাহ খানেকের সময়। ১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট (Union Budget 2025) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজার বিশেষজ্ঞরা বলছেন, অতীতের করের (Income Tax) বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণি (Mddle Class)। পরিত্রাণ পেতে এবার বাজেটে (Budget 2025) এই পাঁচ প্রত্যাশা রয়েছে তাদের।
কী বলছে বাজার বিশেষজ্ঞরা
এবারের বাজাটে মুদ্রাস্ফীতি রোধ, ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও আর্থিক বোঝা কমানোর দিকে নজর দেবে মোদি সরকার। ইতিমধ্যেই সরকারের নীতি ও ব্যবস্থাপনার বাস্তবায়ন ঘটনা পরিকল্পনা সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতামারম। সেই কারণে বাজেটে ঘোষণার বিষয়ে আশা দেখছে মধ্যবিত্ত। এই নিয়ে ইনফোমেরিক্স রেটিংসের চিফ ইকোনমিস্ট ডঃ মনোরঞ্জন শর্মা কিছু বিষয়ের উল্লেখ করেছেন। যাতে মধ্যবিত্ত পরিবার উপকৃত হতে পারে।
আয়করে কী সুরাহা
নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে ৩-৭ লক্ষ টাকার ট্যাক্স স্ল্যাবের মধ্যে ব্যক্তিদের কর কমানো হতে পারে বলে আশা করছেন শর্মা। এছাড়াও, উচ্চ মুদ্রাস্ফীতি ও খরচ বাড়ানোর বাধ্যতামূলক প্রয়োজনের কারণে, সরকার ১০-১৫ লক্ষ টাকার আয়কর স্ল্যাবে করদাতাদের কিছুটা স্বস্তি দিতে পারে।
৭ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড়
মনে করা হচ্ছে, আগামী বাজেটে পুরনো কর ব্যবস্থাকে সরিয়ে পাকাপাকি নতুন কর ব্যবস্থা চালু করতে পারে সরকার। সেই ক্ষেত্রে পুরনো ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করা হবে। নতুন শাসনের অধীনে আয়কর স্ল্যাবগুলিকে যুক্তিযোগ্য করে তোলায় আজ নতুন কর ব্যবস্থায় আয়কর আরও সহজ হয়েছে। সেই ক্ষেত্রে ৭ লক্ষ টাকা ছাড়ের অর্থ হল, করদাতাদের আয়ের একই স্তরের ওপর কিছুই ট্যাক্স দিতে হবে না। যেখানে তাদের আগে এই স্ত্যাবে কর দিত হত। সরকারকে এই বিষয়টি বিবেচনার কথা বলছেন বিশেষজ্ঞরা।
অবসরকালীন সঞ্চয়ে কর ছাড়ের সীমা বৃদ্ধি
আসন্ন বাজেটে অবসরকালীন সঞ্চয় বাড়তে পারে বলে আশা করছে মধ্য়বিত্ত। সেই ক্ষেত্রে ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) বিনিয়োগের জন্য কর-মুক্ত সীমা বর্তমান ৫০ হাজার টাকার সীমা থেকে বাড়ানো হতে পারে। ইতিমধ্য়েই টাকা তোলার নিয়মগুলি আরও নমনীয় করা হয়েছে৷ এটি করদাতাদের তাদের অবসরকালীন সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। অন্তত এরকম হলে সুবিধা পাবে মধ্য়বিত্ত।
মনরেগায় ব্যয় বৃদ্ধি, জিএসটি, কৃষিতে সাহায্য
মহাত্মা গাঁধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGS), কৃষি আয়ে সহায়তা বৃদ্ধি, প্রয়োজনীয় জিনিসের ওপর অযৌক্তিক GST হার কমানো ও গ্রামীণ কর্মসংস্থানের ব্যয় বৃদ্ধির মতো ব্যবস্থা থাকতে পারে এবারের বাজেটে।
আরও পড়ুন : Donald Trump : বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ আমেরিকার, আরও বিপাকে ইউনূস সরকার