কলকাতা: আগামীকাল ৪ জানুয়ারি। শনিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।


তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): ডায়েটে নজর দিতে হবে। টাকার জন্য পার্ট টাইম চাকরির খোঁজ করতে পারেন। কোনও বিষয়ে মায়ের সঙ্গে সংঘাত হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সরকারি কোনও প্রকল্পের সুবিধা নিতে পারেন। 


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। কোনও কাজের প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। কারও টাকা ধার নিলে তা ফেরত দিতে হবে। পার্টনারশিপের কাজের জন্য ভাল সময়। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের থেকে ভাল খবর পেতে পারেন। আইনি জটিলতা কাটবে। 


ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কাজের ক্ষেত্রে নতুন পরিচিতি পাবেন। কোনও কিছু হারিয়ে গেলে তা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কোনও বিষয়ে বিভ্রান্তি তৈরি হবে। কাজে বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কে অগ্রগতির সম্ভাবনা। 


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। সামাজিক কাজে যাঁরা অংশ নেন, তাঁদের নতুন পরিচিতি আসবে। মনের ইচ্ছে পূরণ হওয়ার দিন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। শত্রুপক্ষের থেকে সাবধান হতে হবে। 


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): টাকাপয়সা লেনদেনের বিষয়ে সতর্ক হতে হবে। কোনও কাজ নিয়ে সঙ্গীর সঙ্গে বাকবিতণ্ডা হতে পারে। কারও সাহায্যের জন্য টাকা জোগাড় করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হতে হবে। কারও কথায় অনুপ্রাণিত হয়ে কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রে অকারণে সমস্যা হতে পারে। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা শেষ হবে। বিনিয়োগের আগে ভাবনাচিন্তা করতে হবে। ধর্মীয় কাজে মন দিতে হবে। পরিবারে খুশির হাওয়া থাকবে। দুস্থদের পাশে দাঁড়াতে হবে। পারিবারিক সমস্যা মেটাতে কথা বলতে হবে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।