কলকাতা: আগামীকাল ১১ মার্চ। বুধবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): বিশেষ কারও সঙ্গে দেখা হতে পারে। যে কোনও কাজেই সাফল্য পাবেন। শ্বশুরবাড়ির কাউকে বিশ্বাস করে কোনও কথা বলবেন না। কাজের বিষয়ে বাবার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। পুরানো লেনদেন নিষ্পত্তি হবে।                                                 

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): সম্পত্তি কিনতে পারেন। পুরানো রোগ ফিরে আসতে পারে। পারিবারিক সমস্যা আগামীকাল আবার মাথা চাড়া দেবে। যা আপনার উত্তেজনা বাড়িয়ে তুলবে। ঋণ থেকে অনেকাংশে মুক্তি পাবেন। ভাইদের সঙ্গে আইনি বিষয়ে কথা বলতে হবে।বে।

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কারও সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়াবেন না। বেসরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নতুন পদ পেতে পারেন। চিন্তাভাবনা করে যে কোনও কাজ করতে হবে। গাড়ির হঠাৎ বিকল হয়ে যাওয়ার কারণে খরচও বৃদ্ধি পাবে। 

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কঠোর পরিশ্রম দিয়ে তাদের কাজ শেষ করতে হবে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। যাঁরা রাজনীতিতে পা রাখছেন তাঁরা সুসংবাদ শুনতে পারবেন। সন্তান কিছু বড় কাজ করতে পারে। বাড়ির কাজে খেয়াল রাখতে হবে। 

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): জমি-গাড়ি ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হবে। পারিবারিক কিছু সমস্যা সমাধান হবে। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। আর্থিক অবস্থা আগের চেয়ে ভাল হবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। কারও সঙ্গে দেখা হওয়ায় মন খুশি। 

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): সুসংবাদ শুনতে পাবেন। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। ব্যবসার সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। বড় বিনিয়োগ করতে হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন