কলকাতা: রাশিফল অনুযায়ী কেমন যাবে বুধবার ? (Daily Astrology) যারা ব্যবসা করেন, কী অপেক্ষা করছে তাঁদের জন্য ? অফিসে কেমন যাবে দিন? ঘুরতে যাওয়ার কোনও সুযোগ আছে কি ? সবমিলিয়ে কেমন যাবে বুধবার , দেখুন একনজরে।


মেষ রাশি: আজ ভাল যাবে দিন। অফিসে মন দিয়ে কাজ করলে, শীর্ষ কর্তারা খুশি হবেন। ব্যবসায় মুনাফা থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে পরিবারের খেয়াল রাখবেন। বাড়িতে অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।


 বৃষ রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাড়ানোর কথা ভাবতে পারেন। জীবনসঙ্গীর আজ কোথাও ঘুরতে যেতে পারেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমেই সাফল্য মিলবে।   


মিথুন রাশি:  কর্মক্ষেত্রে চাপের আশঙ্কা রয়েছে। পৈতৃক ব্যবসায় কোনও পরিবর্তন করতে চাইলে পরিবারের সদস্যদের পরামর্শ নিন। মনে চাপ আসতে পারে। স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। 


কর্কট রাশি: কর্মক্ষেত্রে ভাল দিন কাটবে। সহকর্মীদের সমর্থন পাবেন। তবে স্বাস্থ্যের প্রতি নজর দিন। নাহলে সমস্যায় পড়তে পারেন। স্পাইসি খাবারে শরীর খারাপ হতে পারে। ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে। আজ পরিবারের কোনও সদস্যের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে।আজ বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে।


সিংহ রাশি: আজ সমস্যা থাকবে। অফিসে সমস্যায় পড়তে হতে পারে। কাজের ভুলে শীর্ষ কর্তাদের তিরস্কার জুটতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। সমস্যা হলে চিকিৎসকের কাছে যান। অসতর্ক হবেন না। ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু প্রকল্প হাত ছাড়া হতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য অর্জন সম্ভব। পরিবারে অশান্তি হতে পারে।  মন অস্থির থাকবে।  


কন্যা রাশি:  কর্মক্ষেত্রে খুব যত্ন নিয়ে কাজ করুন। কাজে ভুল হলে অপমান জুটতে পারে।  গাড়ি চালানোর সময় একটু সাবধান হন, নাহলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ক্ষতির আশঙ্কা রয়েছে।মানসিক চাপ বাড়তে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি করে মন দেওয়া উচিত। আজ ঠান্ডা মাথায় কাজ করবেন,না হলে সমস্যা হতে পারে।


তুলা রাশি: আজ খুব ভাল দিন যাবে। তবে সারাদিন ব্যস্ততায় কাটবে। স্বাস্থ্য ভালো থাকলেও সতর্ক হন। অতিরিক্ত গরমে শরীর খারাপের আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজ ভাল দিন। স্বাস্থ্যের প্রতি  সতর্ক হন। আজ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আজ পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।


বৃশ্চিক রাশি:  অফিসে ভাল খবর আসতে পারে। আপনার কাজে খুশি হবেন বস। স্বাস্থ্য ভাল থাকবে। তবে  চোখের যত্ন নিতে হবে।  ব্যবসায় ভাল মুনাফা আসবে। মা-বাবার শরীর- স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, সতর্ক থাকুন। আজ বাড়িতে অতিথি আসতে পারে।


ধনু রাশি: আজ কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকুন। নাহলে বিরোধীরা সমস্যায় ফেলতে পারে।  নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন। নাহলে বড় সমস্যায় পড়তে পারেন। দরকারে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। জীবনে সফলতা অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে হবে শিক্ষার্থীদেরকে।


 মকর রাশি:   কর্মক্ষেত্রে ভাল যাবে আজ। শীর্ষ কর্তাদের থেকে  প্রশংসা পাবেন । বিরোধীদের থেকে সতর্ক হওয়া উচিত।   দীর্ঘদিন ধরে ভুগলে, আজ স্বস্তি ফিরবে। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। নাহলে  ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।


কুম্ভ রাশি: আজ ভাল যাবে দিন। অফিসের সমস্যা কাটবে।আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ব্যবসায় উন্নতি হবে। মন ভাল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে স্পাইসি খাবার এড়িয়ে চলুন। 


মীন রাশি: কর্মক্ষেত্রে সম্মান পাবেন। শীর্ষকর্তারা আপনার কাজে খুশি হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। তবে চোখের যত্ন নেওয়া উচিত।  ব্যবসাকে এগিয়ে নিতে আপনার অংশীদারের সাহায্য নিতে পারেন,  অংশীদারদের সমর্থন পাবেন। সন্তানের কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন। স্ত্রীর পুরো সমর্থন পাবেন আজ।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।