মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): কাজের জন্য ভাল সময়। পদোন্নতি হতে পারে। মন খুশি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। চোখের যত্ন নিতে হবে। কম্পিউটার বা ল্যাপটপে কাজের সময় অবশ্যই চশমা পরতে হবে। ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে ভাল সময়। ব্যবসা বৃদ্ধি হতে পারে। ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। পরিবারে কোনও খুশির খবর পাবেন।


বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): অফিস সংক্রান্ত রাজনীতি থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভাল রাখতে যোগব্যয়াম বা মর্নিং ওয়াক শুরু করুন। পরিবারের বর্ষীয়ান কোনও সদস্য অসুস্থ হতে পারে। তাঁদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। ব্য়বসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। তবে মানসিক চাপ নেবেন না। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। 


মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): কোনও সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। ভাষা ব্যবহারে সতর্ক হতে হবে। স্বাস্থ্যের বিষয়ে নজর দিতে হবে। শারীরিক সমস্যার জেরে দুর্বলতা বাড়তে পারে। ঋতু পরিবর্তনের ফলে কোনও রোগ হতে পারে। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পড়াশোনায় আরও বেশি মন দিতে হবে। বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। 


কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): কাজের পুরস্কার হিসেবে হতে পারে পদোন্নতি। প্রশংসা পাবেন সবার। পুরনো কোনও রোগ থাকলে তা অবহেলা করবেন না। অবস্থার অবনতি হতে পারে। ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। খারাপ সঙ্গে পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 


সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কর্মক্ষেত্রে ভাল সময় কাটবে। কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ফুসফুসের সংক্রমণ হতে পারে। ব্যবসায় বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। তাতে আর্থিক ক্ষতি হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। তাতে সম্মান এবং শ্রদ্ধা দুই বাড়বে। 


কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): নতুন কোনও প্রকল্পে অংশ নিতে পারেন। শারীরিক দুর্বলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। প্রেমের সম্পর্কের জন্য ভাল দিন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। আঘাত লাগতে পারে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে। 


তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কাজের উন্নতির সুযোগ রয়েছে। দেখাতে পারবেন নিজের দক্ষতা। যত্ন নিয়ে নিজের কাজ করুন। এড়িয়ে চলুন সহকর্মীদের সঙ্গে বিবাদ। স্বাস্থ্য ঠিক থাকবে। শারীরিক কোনও সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে, তা থেকে মুক্তি মিলবে। ব্যবসায় সাফল্য পেতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে। কেরিয়ারে সাফল্যের জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। রান্নাঘরে কাজের সময় দুর্ঘটনা ঘটতে পারে। 


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): সহকর্মীদের সাহায্য পাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে। খাওয়াদাওয়া নিয়ে সতর্ক হতে হবে। পেটে ব্য়থা হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। পড়ুয়াদের মনসংযোগ বাড়াতে হবে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। কাউকে টাকা ধার দেবেন না। তাহলে টাকা ফেরত পেতে নাজেহাল হতে হবে। পরিবারে কোনও অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। 


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi): অফিসে কোনও সমস্যায় পড়তে পারেন। তাতে বিরক্তি বাড়বে। কাজে মন দেওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। কেরিয়ারের প্রতি আরও বেশি নজর দিতে হবে। স্বাস্থ্য ভাল থাকবে। বাড়ি থেকে বেরোনোর সময় বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ বাকি থাকলে তা শেষ করতে হবে। 


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আরও বেশি পরিশ্রম করতে হবে। কাজের প্রতি ভালবাসা দেখালে তবেই প্রশংসা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত গরমে বাইরে না বেরোনোই ভাল। ব্যবসার জন্য ভাল দিন। কেরিয়ারের উন্নতির জন্য কারও সঙ্গে পরিচয় হতে পারে। পরিবারের ছোট সদস্যের যত্ন নিন। 


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কাজের ক্ষেত্রে সহকর্মীর সাহায্য পাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে, তবে হাড়ের সমস্যা হতে পারে। পুরনো কোনও আঘাতের কারণে ভুগতে পারেন। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। তাতে মন শান্ত থাকবে। কেরিয়ার পরিকল্পনা ভরসাযোগ্য কারও সঙ্গে শেয়ার করতে পারেন। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কাজের বিষয়ে দোটানায় ভুগতে পারেন। কাজ শেষ করার বিষয়ে সহকর্মীর সাহায্য পাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে। চোখের যত্ন নিতে হবে। ব্যবসায়ীরা বাকি কাজ শেষ করতে পারবেন। উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনও ভাল খবর পেতে পারেন। শেয়ার মার্কেটে বিনিয়োগে লাভের মুখ দেখবেন। সন্তানের সাফল্যে মন খুশি থাকবে। 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।