কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুযায়ী, মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল তাদের ব্যবসায় খাদ্য দ্রব্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে।আগামীকাল কন্যা রাশির জাতকদের কাজের চাপ অনেক বেড়ে যেতে পারে। সব রাশির জাতকদের জন্য শনিবার কেমন যাবে? 


মেষ রাশি - এদিন বেতন নিয়ে চিন্তিত হতে পারেন আপনি। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বেতন নিয়ে কথা বলতে পারেন। যে ব্যবসায়ীদের হাতে একাধিক ব্যবসা রয়েছে তাঁরা একটু সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। তরুণ-তরুণীরা বাস্তব চিন্তা করে এগোন। বাবা-মাকে সময় দেওয়ার চেষ্টা করুন। নেশাদ্রব্য থেকে দূরে থাকুন।  


বৃষ রাশি - অফিসে সতর্ক থাকুন। কাউকে বিশ্বস্ত বা শুভাকাঙ্খী ভাববেন না। ওই ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। ব্যবসায়ীরা তাদের কাজ নিয়ে সতর্ক থাকুন। অচেনা ব্যক্তির থেকে প্রতারিত হতে পারেন, সতর্ক থাকতে হবে। নয়তো আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে। পড়ুয়ারা তাঁদের পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো করুন। ঘরের দায়িত্বের পাশাপাশি বাইরের দায়িত্বও নিতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে।


মিথুন রাশি - কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে পারবেন আপনি। কাজের দিতে মনোযোগী হবেন আপনি। কঠিন পরিশ্রমের ফলে আপনার লক্ষ্যপূরণ করতে পারবেন আপনি। যাঁরা খাবারের ব্যবসা করছেন তাঁরা খাবারে গুণমান এবং পরিচ্ছন্নতার দিকে নজর দিন। নয়তো ব্য়বসায় ধাক্কা লাগবে। ইতিবাচক মনোভাব বজায় রেখে কাজ করবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। 


কর্কট রাশি - কাজের জায়গায় অপ্রয়োজনীয় কথা বলবেন না। তাৎপর্যপূর্ণ ও তথ্যনির্ভর কথা শুনুন। কাজের ক্ষেত্রে মনোযোগ দিলেই আপনার ভাল হবে। তাহলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন। নয়তো কারও সঙ্গে ঝামেলায় হতে পারে, বিবাদও হতে পারে। এদিন ব্য়বসার অবস্থা বেশ ভাল হবে। শেয়ার বাজারে বিনিয়োগে ভাল লাভের সুযোগ রয়েছে। ভগবান শিব ও দেবী পার্বতীর পুজো করে দিন শুরু করুন তরুণরা।    


সিংহ রাশি  -  নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে থাকলে আপনি তার ফল নিশ্চিত পাবেন। বেতন বৃদ্ধি হতে পারে বা পদোন্নতি হতে পারে। অংশীদারি ব্যবসার অফার পেলে সাবধানে চিন্তা করে এগোতে হবে। নয়তো ক্ষতির মুখে পড়তে পারেন। নিজের ব্যবসা নিজেই পরিচালনা করা ভাল। পরিবারের দিক থেকে সুখ পাবেন। স্বাস্থ্যের কথা ভাবতে হবে। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। 


কন্যা রাশি- যাঁরা শিক্ষক, তাঁদের চাপ বাড়তে পারে এদিন। কাজের চাপ বৃদ্ধি পেলেও পদোন্নতির দরজাও খুলে যেতে পারে। এমনটা হলে আপনি অনেক আর্থিক সাহায্য পাবেন। ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে এদিন। তবে সব কাজে মন দিয়ে করুন। আলস্য আসবে তবে তা কাটিয়ে ফেলার ব্যবস্থা করুন। বাড়ির পরিবেশ খুব মনোরম এবং আনন্দময় হবে। শরীরকে সুস্থ রাখতে গেলে ভাল খাবার খেতে হবে।   


তুলা রাশি - সদ্য কোনও চাকরিতে যদি যোগ দিয়ে থাকেন তাহলে কাজের ক্ষেত্রে আপনি ভালই করবেন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে অবদানের কারণে সম্মান ও প্রতিপত্তি মিলবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাট কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। সেই সময় মাথা ঠান্ডা রাখুন। বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।


বৃশ্চিক রাশি- যাঁরা এমন কাজ করেন যাঁদের টার্গেট রয়েছে, তাঁরা নিজেদের টার্গেটের দিকে খেয়াল রাখুন। সময়মতো টার্গেট পূরণ করলে সাফল্য মিলবে, বেতনও বাড়তে পারে। ব্যবসায়ীরা রাগের বশবর্তী হয়ে কোনও কাজ করবেন না। চতুর ব্যক্তি লোভ দেখালেও পা দেবেন না। শিক্ষার্থীরা নিয়ম মেনে চলুন। পরিচিত বৃত্তকে আরও বাড়াতে পারেন। 


ধনু রাশি - দিনটি ভাল যাবে। অফিসে কাজ করার সময় অন্যকিছু ভাববেন না। বাড়ি ফেরার তাড়াহুড়ো দেখাবেন না তাহলে ঊর্ধতন কর্তৃপক্ষের অসন্তোষের শিকার হতে পারেন। পাইকারি ব্যবসা যাঁরা করেন তাঁরা আর্থিক সুবিধা পেতে পারেন। সন্তানের আচরণ নিয়ে চিন্তিত হতে পারেন। কিন্তু তাদের আচরণের কারণ খুঁজতে চেষ্টা করুন। আঘাত লাগতে পারে, সাবধানে থাকবেন।   


মকর রাশি - গত কিছুদিনের কারণে অফিস নিয়ে বিরক্তবোধ করলে আগামীকাল কিছুটা বিশ্রাম নিয়ে মন শিথিল করতে পারবেন। প্রসাধনী সামগ্রীর ব্যবসা করেন এমন লোকজন পণ্য়ের মজুতের দিকে নজর দিতে পারেন। ছোট কোনও ভুলের জন্য বন্ধুত্ব ভাঙার চেষ্টা করবেন না। বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে রাখুন। নেশাদ্রব্য এড়িয়ে চলুন।


কুম্ভ রাশি - স্বাস্থ্য ভাল না থাকলে বাড়িতে বসেই অনলাইনে কাজ করতে পারেন। তাহলে বিশ্রামও পাবেন, অফিসের কাজও হবে। ব্য়বসায়ীরা আদালতের কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। বন্ধুদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। রসিকতা করার সময় মাত্রাজ্ঞান বজায় রাখতে হবে। ঠান্ডা লাগা থেকে সাবধান, নয়তো ভোগান্তি হবে।


মীন রাশি - চাকরিজীবীরা সহকর্মীদের সঙ্গে বিবাদ ভুলে এগিয়ে যান। সবরকম বিবাদ ভুলে একসঙ্গে কাজ করুন, তাহলেই দ্রুত কাজ শেষ হবে। ব্য়বসা সংক্রান্ত কাজের জন্য কোথাও যেতে হতে পারে। পড়ুয়ারা ভুল বন্ধুদের সঙ্গে থেকে দূরে থাকুন। পড়াশোনা থেকে মন যেন না সরে যায়। পারিবারিক বিবাদ মেটানোর চেষ্টা করতে হবে। সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা থেকে সাবধান।



তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে নিয়োগের আশা, কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?