মেষ থেকে মীন, কেমন কাটবে বুধবার। রাশিফলে দেখে নিন। 


মেষ রাশি


মোটের উপর ভাল কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, তাঁরা মন না লাগলেও কাজ করে যান। ব্যবসা যাঁরা করেন, কথায় মিষ্টত্ব বজায় রাখলে ভাল। বাকপটুতাই আপনার ব্যবসা ভাল করে তুলতে সাহায্য করবে। যুবক-যুবতির জাতকদের ভাল কাটবে প্রেমজীবন। পরিবারে বয়স্কদের সেবা করুন। বড়দের আশীর্বাদে অনেক কাজ সহজ হবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কাল। সর্দি-কাশিতে ভুগতে পারেন কাল। মোকাবিলায় সতর্ক থাকুন। 


বৃষ রাশি


চাকরি যাঁরা করেন, তাঁরা পদস্থ আধিকারিকের সঙ্গে ব্যবহার ভাল করুন। ব্যবহারে আটকে থাকা প্রমোশনের কাজ হতে পারে। ঝগড়াঝাঁটিতে জড়াবেন না। খাবার সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের লাভ বেশি হওয়ার সম্ভাবনা কাল। মাদকজাতীয় ব্যবসার সঙ্গে জড়িতদের লোকসানও হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করুন। বাড়িতে বয়স্ক যাঁরা রয়েছেন, তাঁদের স্বাস্থ্যের দিকে নজর দিন। আত্মীয়র কারও বিবাহ যোগ রয়েছে। ডায়ারিয়ার মত রোগ থেকে বাঁচুন। সাবধানে থাকুন আপনার স্বাস্থ্য নিয়ে।  
 
মিথুন রাশি 
সাবধানে থাকুন কালকের দিনটা। চাকরি যাঁরা করেন, অফিসের আবহ ভাল নাও হতে পারে। অংশীদারি ব্যবসায় সহযোগীর সঙ্গে মতানৈক্য হতে পারে। যুবক-যুবতি জাতক-জাতিকাদের অহেতুক বাড়ির বাইরে না বেরোনোই ভাল। চোট-আঘাত থেকে বাঁচুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। বাবা-মায়ের তরফ থেকে কিছু কষ্টদায়ক উপস্থিতির সম্মুখীন হতে পারেন। যেমন করেই হোক, ওনাদের সহায়তার প্রয়োজন হলে অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলুন। কাল বৃক্ষরোপণের মত কার্যক্রমে অংশ নিতে পারেন আপনি। মন খুশি থাকবে এর ফলে।   


কর্কট রাশি 
কোনও প্রকার অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকুন। নিজের কাজের প্রতি নজর দিন এবং ভুলভ্রান্তির অবকাশ যেন না থাকে।  ব্যবসায় গ্রাহক সন্তুষ্টির জন্য ঠিকমতো ব্যবসা করুন। মালপত্র ঠিকমতো দিন। এতেই লাভ।  ভাল কাটবে কালকের প্রেমজীবন। কাল কারো সঙ্গে ঝগড়ায় না জড়়ানোই ভাল। বাবা-মায়ের স্বাস্থ্য নাও ভাল যেতে পারে কাল। পেট বা গলার ব্যথায় ভুগতে হয়। ফলে সময়মতো চিকিৎসা করান। 


সিংহ রাশি
মোটের উপর ঠিকঠাকই থাকবে কালকের দিন। কাজ অনুযায়ী বেতন বৈষম্যে মন অশান্ত থাকার সম্ভাবনা। ভাল সম্পর্কে ভাল দিনযাপন হতে পারে। যাতে করে মন থাকবে ভীষণ খুশি। ব্যবসায়ীরা টাকা-পয়সার ব্যাপারটি খুব সতর্কতার সঙ্গে দেখুন। চুরি এড়াতে সতর্ক থাকুন। যুবক-যুবতিরা বেশি পরিশ্রম করলেই ভাল। পরিবারের সঙ্গে সময় কাটান, সময় ভাল থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। তেল, মাখন এড়িয়ে চলুন সুন্দর স্বাস্থ্য় বজায় রাখতে। 


কন্যা রাশি 
অফিসে কাজের চাপ থাকার সম্ভাবনা। কোনও সহকর্মীর কাজও চাপতে পারে কাল। ব্যবসা বাড়ানোর সময় এখন। পরিকল্পনা করে ফেলতে পারেন। একাধিক শাখা খুলতে চাইলে সেই পরিকল্পনাও সেরে নিতে পারেন। লাভ বেশি হওয়ার সম্ভাবনা। যুবক-যুবতিদের মানসিক চিন্তান্বিত থাকতে হতে পারে। সবরকম দুশ্চিন্তা থেকে বাঁচুন কাল। ধৈর্য ধরতে হবে। বয়স্কদের পরামর্শ নিলে সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। স্বাস্থ্য নিয়ে নজর ভাল থাকুক। ওষুধ খেতে ভুলবেন না। দিনযাপনে ব্যায়াম অবশ্যই রাখুন।  


তুলা রাশি 
অফিসে ছোট ছোট বিষয় নিয়ে বিবাদ হতে পারে, ফলে তা থেকে বাঁচুন।  চিন্তা বাড়বে এইসব ঝামেলা থেকে। ওষুধের ব্যবসায়ীদের জন্য কালকের দিনটি ভাল। অন্য ব্যবসায়ীরা সাবধানে থাকুন কাল। বাবা-মায়ের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিন। উন্নতি হবে। জাঙ্ক ফুড থেকে বাঁচুন কাল। স্বাস্থ্য বাঁচাতে এড়িয়ে  চলুন এই খাবার। আত্মীয়পরিজনদের সঙ্গে অনেক কথা বলুন। সম্পর্কে চিড় আসবে না।   


বৃশ্চিক রাশি
ভাল কাটবে কালকের দিন। অফিসে বেশি আবেগাপ্লুত না হওয়াই শ্রেয়। কাজের চাপ থাকবে ফলে মাথা ঠান্ডা রাখা জরুরি। ব্যবসায়ীরা কাল সাবধান থাকুন। কাউকে বেশি বিশ্বাস না করাই শ্রেয়। ধোঁকা খেতে পারেন। কারো সঙ্গে বন্ধুত্ব পাঠানোর আগে সাবধান। নেশাখোর পরিচিত বন্ধুবান্ধবদের থেকে দূরে থাকাই শ্রেয়। পরিবারে মেলবন্ধন অটুট থাকবে। কোনও অনুষ্ঠানে মিলিত হতে পারেন। পাড়াপড়শির সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। 


ধনু রাশি
অফিসে একাগ্রচিত্তে কাজ আপনার দিন ভাল রাখবে। ব্যবসায় নতুন কোনও সহযোগী পেতে পারেন। নতুন সহযোগীর সঙ্গে নতুন ব্যবসার শুভারম্ভ হতে পারে। পড়ুয়ারা অবশ্যই একাগ্রচিত্তে পড়াশোনার উপর জোর দিন। একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আজ। কোনওরকম সংক্রমণ হতে পারে তাই সাবধানতা জরুরি। কোনও জরুরি কাজ হাতছাড়া হচ্ছে না তো, তাই সবসময় সতর্ক থাকবেন। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন।  


মকর রাশি
মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কোনও গুরুত্বপূর্ণ মিটিং থাকলে অফিসে পূর্ণ প্রস্তুতি প্রয়োজন। কাজের প্রতি পূর্ণ বিশ্বাস জরুরি। ব্যবসায়ীরা কাল রাগ থেকে দূরে থাকুন, নাহলে লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা। অপরিমিত ব্যয় করবেন না। ভবিষ্যতের আর্থিক সমস্যায় জর্জরিত হতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে কাল। সাবধান থাকুন। নেশা যত তাড়াতাড়ি ছাড়বেন তত মঙ্গল। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না।  


কুম্ভ রাশি
ভাল কাটবে কালকের দিন। সময় এবং নিয়মানুবর্তিতার পালন খুবই জরুরি। সহযোগীর সঙ্গে মতের মিল বজায় রাখুন ব্যবসায়ীরা। আত্মীয়-পরিজনেদের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। বিবাদ এড়াতে সুমিষ্ট কথায় কাজ হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে কাল। দূরের কোনও বন্ধুর সঙ্গে পুনর্বার যোগাযোগ সম্ভব হতে পারে কাল। পরিবারের আবহ মধুর রাখতে চেষ্টার কসুর রাখবেন না। পেটের ব্যথায় ভুগতে পারেন কাল। ফলে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ প্রয়োজন। বাকসংযম রাখুন, স্বভাবে নম্রতা থাক। অনেক কাজ সম্পাদনে আপনার ব্যবহার সহায়ক হবে। 


মীন রাশি
ঠিকঠাক কাটার সম্ভাবনা দিনটি। নতুন চাকরির যোগ। ব্যবসায়ীরা উন্নতি করতে পারবেন। এতে খুশি থাকবে মনও। আর্থিক স্থিতি দৃঢ় হবে। পরিশ্রমে মিলবে ফল। পরিবারে বিবাদের পরিস্থিতি তৈরি হলে আপনার বুদ্ধিমত্তায় পরিস্থিতির বদল ঘটার সম্ভাবনা। ফলে পরিবারের সদস্যরা খুশি হবেন আপনার উপর। স্বাস্থ্য বজায় রাখতে যোগাসনে জোর দিলে ভাল। অধিক ব্যস্ততায় কাটবে কালকের দিন। সন্ধেয় ক্লান্তি ঘিরতে পারে শরীর, মন। 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।