কলকাতা : পুরীর রথযাত্রার এবার দুদিন ধরে দ্বিতীয় দিন। ৫৩ বছর পরই এমন ঘটনা ঘটছে।  রবিবার নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পর রথের রশিতে পড়েছে টান। সোমবার ফের জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজ যাত্রা শুরু করেছে। এমন ঘটনা সচরাচর হয় না। এই যোগকে অনেকেই বিশেষ শুভ বলে মনে করছে। অনেকেই মনে করেন, ৪ টি রাশি জগন্নাথ দেবের বিশেষ প্রিয়। তাঁরা এই শুভ যোগে বিশেষ উপকৃত হবেন। 
 
বৃষ : বৃষ রাশির প্রতি জগন্নাথ বিশেষ প্রসন্ন বলে মনে করা হয়। এই রাশির জাতকরা জগন্নাথ দেবের আরাধনা করলে এই রথযাত্রার সময়ই কেটে যাবে বিপদ-আপদ। ভগবান সঙ্কট থেকে রক্ষা করবেন। সেই সঙ্গে সবদিক থেকে সাফল্য লাভ করার আশীর্বাদ করবেন। 


কর্কট :  এই রাশির জাতকরা খুবই জেদি হন। ঈশ্বরের আরাধনায় একাগ্রও হন। সৎ পথে থাকলে ভগবান কর্কটের জাতকদের প্রতি এই সময় মুখ তুলে চাইবেন। রথ থেকে উল্টোরথের সময় ভগবানের আশীর্বাদধন্য হবেন এঁরা। 


তুলা : এই রাশির জাতক জাতিকারা খুবই ব্যালেন্সড হন জীবনে। ভারসাম্য বজায় রেখে চলতে পারেন কর্মজীবন ও পরিবারের মধ্যে। ঈশ্বর এঁদের পরিমিতি বোধ পছন্দ করেন। ভগবান জগন্নাথ এই রাশিকে আশীর্বাদ করেন ভক্তিভাব থাকলে। 


সিংহ : সাফল্যের ডালা সাজিয়ে দিতে পারেন ভগবান। সঙ্গে চাই সৎ চেষ্টা ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। তাহলেই এই রথের সময়টা তাদের খুলে যাবে কপাল। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন :             


পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি, মৃত কমপক্ষে এক 


সোমবার রথে উপবিষ্ট জগন্নাথেরই মঙ্গলারতি হয়। নিবেদন করা হয় ভোগ। অর্ধশতক পেরিয়ে এবার ফের তিথি অনুসারে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা, সব একই দিনে পড়েছিল। রবিবার রথযাত্রা শুরু হতে দেরি হওয়ায় মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সকাল সকাল ফের গুন্ডিচাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৩টি রথ।