পুরী: রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে পুরীতে ( Puri Rath Yatra)। রবিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে যখন রথের দড়িতে প্রথম টান দেওয়ার পর শোভাযাত্রা শুরু হয় তখন মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি (stampede-like situation) তৈরি হয়। 


আরও পড়ুন: Anant-Radhika Wedding: আম্বানি-পুত্রের বিয়ের জন্য যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ঢোকা নিষিদ্ধ, ক্ষুব্ধ মুম্বইবাসী


সূত্রের খবর, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ নিয়ে শোভাযাত্রা শুরু হওয়ার পরেই প্রচুর মানুষের ভিড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে জখম হন বহু মানুষ। তাঁদের মধ্যে একজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।  


 






জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ নিয়ে শোভাযাত্রা যখন পুরীর গ্র্যান্ড রোড বড়া ডান্ডার ওপর দিয়ে যাচ্ছিল তখন মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। 


আরও পড়ুন: Puri Ratna Bhandar: কোন দুর্মূল্য সামগ্রী রয়েছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারে? জানালেন খোদ পুরীর মহারাজা


প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রার রথে উঠে নিয়ম পালন করার করার পর পুরীর মহারাজা দিব্যসিংহ দেব ছেরা পাহানরা রীতি পালন করার পর বিকেল পাঁচটা ২০ মিনিটে রথযাত্রা শুরু হয়। প্রাচীন নিয়ম অনুযায়ী শোভাযাত্রার শুরুতে ভগবান বলভদ্রের রথ টেনে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রচুর মানুষের ভিড়ের মধ্যে গুরুতরভাবে জখম হন একজন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। 


এই দুর্ঘটনার পরেই তড়িঘড়ি জেলা প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে জখম তীর্থযাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে তাঁদের চিকিৎসার সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।


পুরীর রথযাত্রা প্রসঙ্গে ওড়িশার মন্ত্রী কৃষ্ণ চন্দ্র পাত্র বলেন, "এবার রথ যাত্রা দুদিন হবে সাত ও আট জুলাই। আজকে রাষ্ট্রপতি এখানে এসেছেন। আজ রথ খুব অল্প সময়ের জন্য টানা হবে। আর আগামীকাল সারাদিন ধরে রথ যাত্রা অনুষ্ঠিত হবে।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jagannath Temple: জগন্নাথ দেবের নেত্র উৎসবে পুরীতে সাজ সাজ রব, নয়া বসনে সাজবেন জগৎপতি