Job Astrology: চাকরি করেন, মন দিয়েই কাজ করেন, মেনে চলেন অফিসের নিয়ম-কানুন। তবুও কর্মক্ষেত্র ও পেশাগত জীবনে ঠিক তেমনটা সাফল্য আসছে না, যেমনটা আশা করেছিলেন। প্রত্যেকের কাছেই সাফল্যের একটি নির্দিষ্ট সংজ্ঞা থাকে।  তার কাছাকাছি পৌঁছেও, ছুঁতে পারছেন না মাইলস্টোন?তাহলে আপনার জন্য রইল কয়েকটি টিপস। 


অনেক সময়  কঠোর পরিশ্রম করার পরেও বা কর্মক্ষেত্রে বেশি সময় ব্যয় করার পরেও  লক্ষ্য অর্জন করতে পারা যায় না। এর অনেক কারণ থাকতে পারে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, তার একটি কারণ হতে পারে জন্মকুণ্ডলীতে গ্রহের অশুভ বা দুর্বল অবস্থান। আসুন জেনে নেওয়া যাক কোন গ্রহ কেরিয়ারের উপর সবথেকে বেশি প্রভাব বিস্তার করে। 


বৃহস্পতির প্রভাব 


জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতিকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই একে সত্ত্বগুণী গ্রহ বলা হয়। বৃহস্পতিকে জ্ঞান,প্রজ্ঞা ও সম্পদের কারক বলা হয়।  কুণ্ডলীতে বৃহস্পতির শুভ অবস্থান শুভ ফল দেয়।


জীবিকার ক্ষেত্রে বৃহস্পতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  রাশিফলের দশম ঘরকে জীবিকার স্থান হিসাবে বিবেচনা করা হয়। যদি বৃহস্পতি রাশির দশম ঘরে অবস্থান করেন, তাহলে যেখানেই কাজ করবেন সেখানেই সাফল্য পাবেন।
কিন্তু বৃহস্পতি অশুভ হলে কাজ শেষ করতে অসুবিধা হয়। এমনকি অনেক সময় প্রায় গুছিয়ে ফেলা কাজও নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় বৃহস্পতি ভাল করার ব্যবস্থা গ্রহণ করা উচিত । দেবগুরু বৃহস্পতির অর্চনা করা উচিত।


মঙ্গল সাহস এবং শক্তি প্রদান করে


মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের সেনাপতি বলে। এই গ্রহ চাকরি এবং ব্যবসায় সাফল্য বা ব্যর্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং সাহসিকতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গল যে কোনও কাজ করার জন্য সাহস এবং শক্তি জোগায়। মঙ্গল যখন কুণ্ডলীতে দুর্বল অবস্থায় থাকে তখন যে কারও পেশা খুব প্রভাবিত হয়। মঙ্গলের অশুভ  অবস্থান কোনও ব্যক্তিকে কিছুতেই  লক্ষ্য অর্জন করতে দেয় না। কর্মক্ষেত্রে অনেক সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যদি লক্ষ্য অর্জনে অসুবিধা হয়, তবে মঙ্গলকে শুভ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন।   


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।