কলকাতা: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কালসর্প দোষ ভয়ানক বলে উল্লেখ করা হয়েছে। জন্মকুণ্ডলীতে যদি রাহু এবং কেতুর মাঝখানে বাকি সব গ্রহ অবস্থান করে তখন যে দশা বা যোগ হয়ে তাকে কালসর্প দোষ বলে জানানো হয়েছে। যার এই যোগ থাকে তাঁকে সারাজীবন ধরে বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করে যেতে হয়। হাজার চেষ্টা করেও সমস্ত সমস্যার সমাধান করা অসম্ভব হয়ে পড়ে। এই দোষের ফলে তিনি জীবনের একটি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যান। চারিদিক থেনে নেমে আসে দুর্যোগ।
এই দোষের প্রভাবে জীবনের প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে হয়, খেতে হয় বারবার হোঁচট। কোনও কাজে সফলতা আসে না। বারবার এমন অবস্থার সম্মুখীন হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাঁরা। সমস্ত শুভ যোগ নষ্ট হয়ে যায় কালসর্প দোষের ফলে। যাদের রাশিতে রাহু অবস্থান করছে তাঁদের নীল রঙের পোশাক পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। মদ এবং মাংস খাওয়া খেতে বারণ করেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা দুর্গা ও ভৈরবের পুজো করতে বলেন। এতে অনেকটাই উপকার হয়। এছাড়া রাহুর অশুভ অবস্থা এড়াতে বুধবার রাহু সম্পর্কিত জিনিস দান করতে পরামর্শ দেওয়া হয়।
কালসর্প দোষ কাটানোর জন্য নানারকম পুজো এবং যজ্ঞ করার পরামর্শও দিয়ে থাকেন জ্যোতিষীরা। শরীরে ধারণ করতে বলেন গোমেদ। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের থিরুপ্পামপুরমে থাকা মহাদেবের মন্দিরে নিষ্ঠা সহকারে সব নিয়ম মেনে শিবপুজো করলে রাহু কেতুর প্রকোপ থেকে রেহাই মেলে বলেও বিশ্বাস করেন অনেকে। আর তাতেই নাকি কেটে যায় কালসর্প দোষ ও তার সব প্রভাব।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।