গুয়াহাটি: নারীদের শক্তি ও তাঁদের উর্বরতা শক্তিকে বোঝাতে সৃষ্টি হয়েছে অম্বুবাচী শব্দের। এই বিষয়টিকে স্মরণ করেই শাস্ত্রে উল্লেখিত ৫১টি শক্তিপীঠের অন্যতম উল্লেখযোগ্য পীঠস্থান অসমের (Assam) কামাখ্য মন্দিরে (Kamakhya Temple) মহাসমারোহে প্রতিবছর পালিত হয় অম্বুবাচী মেলা (Ambubachi Mela)।
সনাধর্মাবলম্বীদের বিশ্বাস, বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে সতীর যোনি পড়েছিল। তারপর থেকে প্রতিবছর আষাঢ় মাসের সাত তারিখে রজস্বলা হন দেবী। অর্থাৎ প্রবৃত্তি বা শুরু হয় অম্বুবাচী আর ঠিক চারদিন বাদে নিবৃত্তি বা শেষ হয়। অম্বুবাচী শুরু হওয়ার সময়ে মা কামাখ্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় আর অম্বুবাচী শেষ হওয়ার পর ফের তা খুলে দেওয়া হয়। বিশ্বাস করা এই সময়ে মন্দিরের গর্ভগৃহে থাকা শিলামূর্তি থেকে বের হওয়া জলের মতো লাল হয়ে যায় নীলাচল পাহাড়ের পাশে দিয়ে বয়ে চলা ব্রক্ষ্মপুত্র নদের জলও। ইংরেজি মাসের হিসেবে জুনের ২২ তারিখ বন্ধ হয় মন্দির আর ২৬ তারিখ খোলা হয়। অম্বুবাচী মেলা উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন কামাখ্যায়। বন্ধ মন্দিরে চারপাশে প্রদক্ষিণ থেকে শুরু করে অনেকে উপবাসও করেন এই সময়ে।
পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব এবছরও শুরু হচ্ছে জুনের ২২ তারিখ। সেই দিন থেকে ২৫ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। খোলা হবে ২৬ জুন। মন্দির খোলার পরে পুজোর প্রসাদের সঙ্গে ভক্তদের একটু করে লাল কাপড়ের টুকরো দেন পুরোহিতরা। বিশ্বাস করা হয়, অঙ্গবস্ত্র নামে এই পবিত্র কাপড়ের টুকরো সঙ্গে থাকলে সর্বক্ষেত্রেই মঙ্গল হয়।
এই বছরও সমস্ত নিয়মনীতি মেনে পুজোর পর ২২ জুন ভোরবেলা বন্ধ করা হবে অসমের কামাখ্য মন্দিরে দরজা। তারপর থেকে ২৫ তারিখ অম্বুবাচী নিবৃত্তির আগে পর্যন্ত ভক্তরা উপোস, ধ্যানের পাশাপাশি বিশেষ প্রার্থনাও করবেন মন্দির চত্বরে বসে।
নিবৃত্তির পরই মন্দির খোলার তোড়জোড় শুরু করে দেবে মন্দির কর্তৃপক্ষ। নিয়ম মেনে পুরোহিতরা পুজো করার পর সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মা কামাখ্য মন্দিরের দরজা।
অম্বুবাচী মেলাতে অংশগ্রহণ করতে কোনও টিকিট লাগে না। উল্টে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বিনামূল্যে খাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস সরবরাহ করেন। অসম সরকারের পক্ষ থেকেও দূরদূরান্ত থেকে আসা ভক্তদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jagannath Temple: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, ভক্তদের জন্য খুলল জগন্নাথ মন্দিরের সমস্ত প্রবেশদ্বার