কলকাতা : পঞ্জিকা অনুসারে, এবার কালীপুজোয় অমাবস্যা তিথি শুরু ৩১ অক্টোবর। এদিন বেলা ৩টে ৫৫ মিনিটে শুরু হবে তিথি। বৃহস্পতিবার সারা রাতই অমাবস্যা থাকবে । অতএব সেই রাতেই হবে মা কালীর আরাধনা। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা ১৫অবধি থাকছে অমাবস্যা তিথি। এই দিনটি পালিত হচ্ছে দিওয়ালি হিসেবে। যদিও ২৯ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে দীপাবলি উদযাপন। সেদিন ধনতেরস, ধনলক্ষ্মীর আরাধনা। তারপর দিন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। এই সময় শনির প্রত্যক্ষ গতিবিধির জন্য কিছু রাশির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে , কয়েকটি রাশির ভাগ্যের অবনতি ঘটবে। আবার এমন পরিস্থিতিতে শনির কৃপায় কিছু রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে।
মেষ রাশি- দীপাবলিতে শনির বিপরীতমুখী গতিই থাকবে। এর ফলে তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ। মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে শনি গ্রহের গতিবিধি । অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস সামনে আসবে। চাকরিতে উন্নতির দরজা খুলবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে।
বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এবারের দীপাবলি সৌভাগ্য নিয়ে আসবে । চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। এর ফলে আপনার কর্মজীবনের গ্রাফ চড়চড় করে উপররের দিকে উঠবে । পদের সঙ্গে সঙ্গে টাকাও বাড়বে। পরিবারে সুখের পরিবেশও থাকবে।
কুম্ভ রাশি- দীপাবলিতে শনির শুভ সংযোগ কুম্ভ রাশির জাতকদের আর্থিক সুবিধা দেবে। আটকে থাকা টাকা উদ্ধার হবে। দাম্পত্য জীবনে অনেকদিন ধরে চলতে থাকা অশান্তি দূর হবে। ভালো চাকরির সুযোগ পাবেন।
মকর রাশি- এবারের দীপাবলির দিনটি মকর রাশির জন্য আনন্দের উপহার নিয়ে আসছে। শনির কৃপায় অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যবসায়ীরা কোনও বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন।
দীপাবলিতে, প্রদোষের সময় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, এছাড়াও এই দিনটিকে কেনাকাটার জন্য খুব শুভ বলে মনে করা হয়। যানবাহন, সম্পত্তি, খাতা, সোনা ইত্যাদি কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।