তুলা রাশি (Tula Rashi) : অফিসে কীভাবে কাজ করবেন সেই পদ্ধতি ঠিক করে রাখুন। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিন। বুধবার আপনার স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু, ত্বক সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে পারেন। তাই ছোটখাট কোনও সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিন। যেসব তরুণ পৈতৃক ব্যবসায় যোগ দিচ্ছেন, ভাল হবে যদি তিনি তাঁর কাজ আগ্রহের সঙ্গে করেন। পরিবারের সকলে একে অপরের সঙ্গে প্রেম-ভালবাসা ও সদ্বভাবের সঙ্গে মিশবেন। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন। সন্তানের দিক থেকেও খুশির মুহূর্ত।


বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- অফিসে আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। আপনি যদি দুপুরের খাবার খাওয়ার সময়ও না পান তবে চিন্তা করবেন না । সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনার কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। আপনাকে চোখের জ্বালাপোড়ার সমস্যায় পড়তে হতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে কাজ করলে মাঝেমধ্যে চোখকে বিশ্রাম দিন। ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। 


ধনু রাশি (Dhanu Rashi) - অফিসে আপনি যে কাজই করুন না কেন, সেটাকে নতুনভাবে করার চেষ্টা করুন। আপনার স্বাস্থ্য ঠিক থাকবে । তবে,  কোনও কারণে আপনি আহত হতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁদের ব্যবসা সম্প্রসারণের জন্য খুব পরিশ্রম করতে হতে পারে, তবেই তাঁরা সাফল্য অর্জন করতে পারেন। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁদের মানসিক দৃঢ়তা খতিয়ে দেখা হতে পারে। শারীরিক শক্তিও পরীক্ষা করা হতে পারে। ছোট ভাই-বোনদের খেয়াল রাখুন। তাঁদের প্রয়োজন মেটান। 


মকর রাশি (Makar Rashi)- অফিসে কাজ করার সময় যাতে অন্য কিছুতে মনোযোগ চলে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার অভ্যাস অনেকটাই নিয়ন্ত্রণ করা উচিত। খারাপ খাবার খাবেন না। ভাজা খাবার এড়িয়ে চলুন। অন্যথা, আপনার পেটে সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের এদিন একটু সাবধানে থাকতে হবে। ক্ষণিকের লাভের জন্য দীর্ঘ পরিকল্পনা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। বড়দের সম্মান করা উচিত। তাতে তিনি পরিবারের সদস্য হোক বা প্রতিবেশী। যদি আপনার পরিবারের কোনও সদস্যের প্রতি কোনও ধরনের পক্ষপাতিত্ব থাকে, তবে তা ধীরে ধীরে দূর করার চেষ্টা করুন, এতে আপনার বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে।


কুম্ভ রাশি (Kumbh Rashi)- অফিসে অনেক কাজ করার পরেও যদি আপনার পদোন্নতির বিষয়ে কোনও আলোচনা না হয়, তাহলে আপনার বসের সঙ্গে কথা বলার চেষ্টা করা উচিত। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত।  নিয়মিত যোগব্যায়াম করুন এবং স্বাস্থ্যের সাথে আপস না করলেই ভাল। তরুণদের শারীরিক পরীক্ষা দিতে হবে। আপনি যদি কোনও ইন্টারভিউ দিতে যান তবে এই পয়েন্টটিও বিবেচনা করা যেতে পারে। নারীরা নিজেদের সাজাতে খুব সক্রিয় হবে।


মীন রাশি (Meen Rashi)- শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। তবেই আপনি আপনার কাজ সঠিকভাবে করতে পারবেন, যতটা সম্ভব ফল খেতে পারবেন। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সরকারি করের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। সময়মতো একাজ করতে থাকুন অন্যথা আপনার লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে। এদিন পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। তবে জিনিসপত্র নিরাপদে রাখতে ভুলবেন না। গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে সিগন্যাল দেখেই রাস্তা পার হবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।