উত্তর ২৪ পরগনা: ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালিতে বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (BJP leader Priyanka Tibrewal in Sandeshkhali )। মিনাখাঁ এবং ন্যাজাট থানাতেও যান তিনি। বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ প্রিয়ঙ্কার। তবে, পুলিশের তরফে জানানো হয়েছে,  সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘরছাড়াদের ঘরে ফেরানোর কাজ চলছে। কোনও সমস্যা নেই বলেও দাবি পুলিশের।  


'কালি ছুড়তে এধরনের কথা বলা হচ্ছে'


বাংলায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই ভোট পরবর্তী সন্ত্রাস চরম চেহারা নেয়। বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর থেকে শুরু করে কলকাতা লাগোয়া সোনারপুর, দিকে দিকে আক্রান্ত হন বিরোধী দলের কর্মীরা। বেলেঘাটার পর ট্যাংরা। ভোটের পরে ফের ঝরে রক্ত। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুর, সোনারপুরেও আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলের কর্মীরা। যদিও 'কালি ছুড়তে এধরনের কথা বলা হচ্ছে',পাল্টা মন্তব্য করলেন শান্তনু সেন।


ঘরছাড়া বিজেপি কর্মী, সমর্থকরা এসে আশ্রয় নিয়েছিলেন পার্টি অফিসে


খাস কলকাতায় ভোট-পরবর্তী হিংসা। ভোট মিটতেই বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা, নারকেলডাঙা-সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী, সমর্থকরা এসে আশ্রয় নিয়েছিলেন কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে। বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট হয়ে বুথে বসায় তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। কলকাতার মাহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছিলেন বেলেঘাটা, বসিরহাট, জয়নগরের ঘরছাড়া বিজেপি কর্মীরা। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


'ভোট-পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া'


বিজেপির দাবি, ভোট-পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া। তাঁদের বাসে করে নিয়ে, রাজভবনের উদ্দেশে রওনা হয়েছিলেন বিজেপি কর্মীরা। যদিও সেবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না করেই ফিরতে হয়েছিল ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড করে দেওয়ায়, নর্থ গেট দিয়ে রাজভবনে ঢুকতেই পারেননি শয়ে শয়ে বিজেপি কর্মী। গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ বসে থেকে ফিরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 


আরও পড়ুন, পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।