ভগবান হনুমান সঙ্কটমোচন।  ভক্তদের অন্যতম প্রিয় দেবতা। মনে করা হয়,তিনি ভক্তদেক ডাকে সহজেই সাড়া দেন বলে বিশ্বাস। ভগবান হনুমান সন্তুষ্টও হন সহজে। সব রাশিচক্রের মানুষই ভগবান হনুমানের প্রিয়। কিন্তু কয়েকটি রাশিকে পবনপুত্রের প্রিয় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মোট চারটি রাশি রয়েছে যা ভগবান হনুমানের খুব প্রিয় এবং তিনি সর্বদা তাঁর আশীর্বাদ পান।  জেনে নেওয়া যাক সেই চারটি রাশি কোনটি।মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশি, ভগবান হনুমানের প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই রাশির জাতক জাতিকাদের জন্য হনুমানের বিশেষ আশীর্বাদ রয়েছে। কথিত আছে যে মেষ রাশির জাতক জাতিকাদের দৃঢ় ইচ্ছাশক্তি এবং মনোনিবেশ করার ক্ষমতা থাকে কারণ ভগবান হনুমান সর্বদা তাদের প্রতি দয়ালু হন। এছাড়াও মনে করা হয় এই রাশিচক্রের মানুষ খুব বুদ্ধমান হন। মেষ রাশির জাতক জাতিকাদের কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না। 
সিংহ রাশি 
সিংহ রাশির জাতকরা সারাজীবন হনুমান জির বিশেষ আশীর্বাদ পান বলে মনে করা হয়। বজরঙ্গবলী এই রাশির জাতকদের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করেন। সিংহ রাশির জাতকরা হনুমানজির কৃপায় যে কোনও সমস্যা বা দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। হনুমানজির কৃপায়,এই রাশির জাতকরা অর্থের অভাবে কষ্ট পান না।   কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি লাভ হয়।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকরা হনুমানজির বিশেষ আশীর্বাদ পান। ভগবান হনুমানের কৃপায় এই রাশির কোনও প্রচেষ্টাই ব্যর্থ হয় না। হঠাৎ করে কোনও সমস্যা এসে এই রাশির জাতকদের জীবনে অসুবিধের সৃষ্টি করতে পারে না।  
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরাও হনুমানজির আশীর্বাদ পান সবসময় । এই রাশির জাতক জাতিকাদের কর্মে বাধা আসে না।  এই রাশির জাতকরা  সমৃদ্ধ জীবনযাপন করে। তাদের আর্থিক অবস্থাও অনুকূলে থাকে। এই রাশির জাতক জাতিকারা যদি নিয়মিত হনুমানের আরাধনা করেন তাহলে তিনি খালি হাতে ফেরান না। 
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 
আরও পড়ুন : 
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?