সংখ্যাতত্ত্বে প্রতিটি মূলাঙ্কের নিজস্ব তাৎপর্য রয়েছে। প্রতিটি সংখ্যাই কোনও না কোনও গ্রহ বা দেবতার সঙ্গে যুক্ত। কোনও ব্যক্তির জন্মতারিখ দেখে তার মূলাঙ্ক ও ভাগ্যাঙ্ক অনুমান করা যায়। যে কারও লাকি সংখ্যা হল তাঁর জন্ম তারিখ, মাস এবং জন্মের বছরের যোগফল। যে ব্যক্তিরা যে কোনও মাসের ৯, ১৮ বা  ২৭ তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে ৯ নম্বরটি হয় তাদের রেডিক্স নম্বর। যেমন কারও যদি ৯-০২-১৯৮১ তারিখে জন্ম হয়ে থাকে,  তবে তার লাকি নম্বর হয়  ৯+২+১+৯+৮+১=৩০=৩ অর্থাৎ ৩।


জ্যোতিষশাস্ত্রে, মূলাঙ্ক ৬ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। ৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সম্পদ ও সমৃদ্ধির দাতা শুক্র দেবের আশীর্বাদপ্রাপ্ত হন। এই ধরনের মানুষদের কখনও অর্থের অভাব হয় না। মা লক্ষ্মীর আশীর্বাদ এই সমস্ত মানুষের উপর সবসময় থাকে। ৬ মূলাঙ্কের মানুষরা খুব ভাগ্যবান। মা লক্ষ্মীর আশীর্বাদ এই মানুষদের উপর থাকে। এ ধরনের মানুষের জীবনে সম্পদ ও ঐশ্বর্যের অভাব আসে না। এরা জীবনে কখনও অর্থের অভাবের সম্মুখীন হন না। মা লক্ষ্মীর আশীর্বাদের হাত সবসময়  এদের মাথায় থাকে এবং তাদের ঝুলি সবসময় সুখে পরিপূর্ণ থাকে।


৬ নম্বর মূলাঙ্কের মানুষের স্বভাব


এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব খুব সরল হয়। অন্যের যত্ন নেওয়া এবং সবার প্রতি স্নেহ ও সহানুভূতি দেখানো তাদের স্বভাব। আর্থিক ক্ষেত্রে এই ব্যক্তিদের ভাগ্য খুব ভাল। কঠোর পরিশ্রম এবং সততার ভিত্তিতে তারা তাদের সমস্ত কাজ সম্পন্ন করে। কোনও চ্যালেঞ্জের সামনে হাল ছেড়ে দেয় না এবং সাহসের সঙ্গে মোকাবিলা করে।  তাই দেবী লক্ষ্মীর প্রিয় সংখ্যা ৬ নম্বর।  ব্যক্তিরা যে কোনও মাসের ৬ , ১৫ বা ২৪ তারিখে জন্মগ্রহণ করেন । সেই ব্যক্তিদের দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 


আরও পড়ুন :                                


পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল