কলকাতা :পুজোয় ভ্রমণপিপাসুদের জন্য বড় খবর দিল রেল। পুজো মানেই কয়েকটা দিন টানা ছুটি। উৎসবের এই সময়টায় অনেকেই যান কয়েকটা দিন দূরে কোথাও কাটিয়ে আসতে। তাই পুজোর মাসের টিকিট বুকিং শুরু হতে না হতেই হট কেকের মতো বিকিয়ে যায় টিকিট। প্রায় হুড়োহুড়ি পড়ে যায় কাউন্টারে। অনলাইন বুকিংয়েও প্রচণ্ড চাপ থাকে। তাই এবার বিশেষ ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ, জানালেন পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র । 


পুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে রবিবারও বিশ্রাম নেবেন না রেলওয়ের কাউন্টারে বসা কর্মীরা।  ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত থাকবে এই ব্যবস্থা।  শিয়ালদহ ও হাওড়া উভয় বিভাগেই এই ব্যবস্থা থাকবে। পিআরএস এবং এসআরও রিজার্ভেশন অফিসগুলি খোলা থাকছে রবিবারগুলিতেও। সারাদিন নয়,  সকালের দিকেই খোলা থাকবে অফিস। যাঁরা সপ্তাহে কাজের দিনগুলিতে টিকিট বুক করতে যেতে পারেন না, তাঁরা ছুটির দিনে ওই সময়ে কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলতে পারবেন।  


কোথায় কোথায় রিজার্ভেশন অফিস খোলা থাকবে? 



  • কলকাতা

  • শিয়ালদহ

  • বিধাননগর রোড

  • দমদম জংশন

  • দমদম ক্যান্টনমেন্ট  

  • টিটাগড়

  • ব্যারাকপুর

  •  শ্যামনগর

  • কাঁকিনাড়া

  •  নৈহাটি

  •  কাঁচরাপাড়া

  • কল্যাণী

  • রানাঘাট

  • দক্ষিনেশ্বর

  • বেলঘড়িয়া

  •  সোদপুর

  • মাজদিয়া

  • বগুলা

  • শান্তিপুর

  • কৃষ্ণনগর সিটি

  • বেথুয়াডহরি

  • দেবগ্রাম

  • পলাশি

  • বেলডাঙা

  • বহরমপুর কোর্ট

  • মুর্শিদাবাদ

  •  লালগোলা

  • লক্ষ্মীকান্তপুর

  • বারুইপুর

  • ডায়মন্ড হারবার

  •  বিরাটি

  • মধ্যমগ্রাম

  •  বারাসাত

  •  হাবরা

  •  ঠাকুরনগর

  •  বনগাঁ

  • বসিরহাট

  • হাসনাবাদ

  • যাদবপুর

  • বালিগঞ্জ

  •  টালিগঞ্জ 

  • সোনারপুর

  • বজবজ 

  • মাঝেরহাট

  •  ক্যানিং  

    পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই বেড়ানোর পরিকল্পনা করতে আর দেরি না করে, তাড়াতাড়ি কাটুন টিকিট। আর যাত্রী সুবিধার্থে রেলওয়ের ওয়েবসাইট তো রইলই।  

    পুজোর নির্ঘণ্ট 
    মহাষষ্ঠী আগামী ৯ অক্টোবর ২০২৪,বুধবার
    সপ্তমী ১০  অক্টোবর ২০২৪,বৃহস্পতিবার
    মহাষ্টমী ১১ অক্টোবর ২০২৪,শুক্রবার
    মহানবমী ১২ অক্টোবর ২০২৪,শনিবার
    দশমী ১৩ অক্টোবর ২০২৪,রবিবার  

    পুজোর আগে থেকে দীপাবলি পর্যন্ত, বেড়াতে যাওয়া ও ঘরে ফিরতি যাত্রীদের চাপ থাকে সবথেকে বেশি। তাই আগেভাগে টিকিট কাটলে নিজের বার্থটি সুনিশ্চিত করা যায়।           

    আরও পড়ুন :                


    দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি? 


    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে