হিন্দু ধর্মে, পূর্ণিমার তিথিতে স্নান এবং দান করা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। এর মধ্যে আবার মাঘ মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব আছে। এই দিনে অনেকগুলি শুভ যোগও তৈরি হচ্ছে। এই শুভ যোগে কোনও শুভ কাজ শুরু করা বা দান-ধ্যান করা উপকারী বলে মনে করা হয়। 

মাঘী পূর্ণিমায় রাশি পরিবর্তন করছে বুধ গ্রহ এবং সূর্য ।  এমন পরিস্থিতিতে, মাঘ পূর্ণিমায় কোনও কোনও রাশি বিশেষ উপকৃত হবে। দেখে নেওয়া যাক, এই পূর্ণিমা তিথিতে ভাগ্য খুলে যাবে কোন কোন রাশির(Magha Purnima 2025 Lucky Zodiac Signs) । 

মাঘ পূর্ণিমা তিথি ১১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে তিথি চলবে পরদিন পর্যন্ত। তাই যদি সূর্য উদয় ধরে এগোতে চান , তবে ১২ ফেব্রুয়ারি পালিত হবে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট থেকে ১২ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭ টা ২২ মিনিট পর্যন্ত তিথি থাকছে। 

মাঘী পূর্ণিমায় কাদের জন্য সৌভাগ্যের সূচক 

মেষ - মাঘ পূর্ণিমায়, মেষ রাশির  জাতক জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। এই সময়টি এই রাশির জাতকদের জন্য সুখ বয়ে আনবে। পরিবারের সব মানুষের সঙ্গে ভরসা ও বিশ্বাসের সম্পর্ক মজবুদ হবে । সম্পত্তি ইত্যাদি কেনার সম্ভাবনাও রয়েছে। যদি কর্মজীবনে যে কোনও সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, মাথা ঠান্ডা রাখুন। মাঘী পূর্ণিমা তিথিতে সমাধানের পথ খুঁজুন। এই সময়ের মধ্যে সেগুলি সমাধান করা যেতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। 

বৃষ -পূর্ণিমা উপলক্ষে বৃষ রাশির জাতক জাতিকারাও বহু সুবিধা পেতে চলেছেন। যারা ব্যবসার করেন, তাঁরা এই সময়টাকে কাজ লাগান।  স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করবেন না।স্বাস্থ্যের উন্নতি হবে। চাকরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এগোন। ভাল খবর পেতে পারেন। 

মকর - আপনার রাশি যদি মকর হয় তবে, মাঘী পূর্ণিমায় লাভবান হতে চলেছেন। পরিবারে সম্মান পাবেন। সমাজে আপনার কাজ প্রশংসিত হবে। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। মানুষ আপনার ব্যক্তিত্বের তারিফ করবে।  কর্মজীবনেও আপনি সুবিধা পাবেন। যে কাজ নিয়ে সমস্যায় ছিলেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবে।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।