মঙ্গল গোচর 2023: ১০ মে ১ : ৪৯ মিনিটের পর থেকে মঙ্গল কর্কট রাশিতে থাকবে, যা ১ জুলাই, পর্যন্ত স্থায়ী হবে। এর ফলে কয়েকটি রাশির জীবনে চ্যালেঞ্জ আসতে পারে। 


মেষ রাশি-
মঙ্গলের এই অবস্থানের জন্য আপনার রাগ জীবনসঙ্গীর উপর পড়তে পারে। তাই আপনাকে নিজের ব্যবহারের দিকে মনোযোগ দিতে হবে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে রাগারাগি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করতে পারেন। তবে এই আলোচনার ফলাফল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে । এই সময় আপনি ঝুঁকি নিতে দ্বিধা করবেন না। ব্যবসায় চ্যালেঞ্জ আসতে পারে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন। 


বৃশ্চিক রাশি - 
দীর্ঘ দূরত্বের  ভ্রমণে  যেতে হতে পারে, তাতে আপনা সায় নাও থাকতে পারে।  দীর্ঘ দূরত্বের যাত্রায় আরামের অভাব থাকতে পারে।বাবার সঙ্গে অশান্তি হতে পারে। এমনকী পরিস্থিতি এমন দাঁড়াতে পারে যে .. বাবার সঙ্গে  আপনার সম্পর্ক নষ্ট হতে পারে।  মঙ্গল গ্রহের প্রভাবের কারণে আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু জলের মতো টাকা খরচ হবে। আর্থিক দিকে টানোপোড়েন আসতে পারে। 


ধনু- 
তাই যানবাহন ব্যবহারের সময় সতর্ক থাকুন। অহেতুক গতি বাড়াবেন না। এই সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। SF পরিস্থিতিতে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মধুর রাখতে আপনাকে বিশেষ প্রচেষ্টা করতে হবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কে তিক্ততা আসতে পারে। মঙ্গল অষ্টম ঘরে দুর্বল হওয়ার কারণে এবং শুক্রের সঙ্গে থাকার জন্য দাম্পত্য জীবনে ভালবাসার অভাব এবং বিবাদ হতে পারে। বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকতে হবে।


মকর রাশি 
মঙ্গল কর্মজীবনে কিছু বাধা সৃষ্টি করতে পারে তবে আপনাকে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে।  আপনি দক্ষতার সঙ্গে চাপের পরিস্থিতি ম্যানেজ করুন। পরিস্থিতি জটিল হতে পারে। এমন সময়ে তাই আপনার মনকে ঠান্ডা রাখা গুরুত্বপূর্ণ। প্রেমের জীবনকে বিয়েতে রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন ।  চাকরিজীবীদের অবস্থা ভালো হবে । কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন তবে বাধা আসবে। স্বাস্থ্য ভালো থাকার কথা । তবে কিছু সমস্যা হলে একটুও গাফিলতি করবেন না। সপ্তম স্থানে মঙ্গলের প্রভাবে আপনার ব্যবসা ও পেশায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু সবকিছুতেই শুরুতে বাধা আসবে।  


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আরও পড়ুন :


 


 ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!