কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত ছবি 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' (Sirf Ek Bandaa Kaafi Hai)। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবি নিয়েই সম্প্রতি শুরু হয়েছে আইনি তরজা। 


সূত্রের খবর, এক নাবালিকার ধর্ষণের ঘটনা ও তাঁর সঙ্গে আশ্রম বাপুর (Asaram Bapu)-র যোগ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মনোজ অভিনয় করছেন একজন উকিলের ভূমিকায়। মনোজের চরিত্রের নাম পি সি শোলাঙ্কি। পকসো আইনে (POCSO) আইনে অভিযোগ দায়ের হওয়া ও তারপরে এক আইনজীবীর লড়াইয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর সেই ছবি নিয়ে নাকি এবার ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিশ এসেছে আশ্রম বাপুর তরফে। তাঁর ট্রাস্টের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন তিনি।


অভিযোগ, এই ছবির মাধ্যমে আশ্রম বাপু ও তাঁর অনুগামীদের আবেগকে, চিন্তাভাবনাকে অবমাননা করা হয়েছে। এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন খোদ প্রযোজকও। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'হ্যাঁ, আমরা আইনি চিঠি পেয়েছি। আগামীতে আমাদের কী পদক্ষেপ হবে সেই নিয়ে আইনজীবীর সঙ্গেও কথা হয়েছে। আমরা পি সি শোলাঙ্কির একটা বায়োপিক বানাতে চেয়েছিলাম। তার রাইটসও কিনে নিয়েছি আমরা। তারপরেই কাজ করেছি। কিন্তু অন্য কেউ যদি মনে করেন, যে এই ছবিটি তার জীবন নিয়ে তৈরি।, তাহলে আমাদের কিছু করার নেই। যে যা খুশি ভাবার ভাবতে পারে, সেটা নিয়ে আমার কিছু করার নেই। ছবি সত্যি কথা বলবে। সবে ছবিটার ট্রেলার বেরিয়েছে। উত্তর পাওয়ার জন্য সম্পূর্ণ ছবিটা দেখতে হবে।'


পরিচালক অপূর্ব সিংহ কার্কি (Apoorv Singh Karki)-র এই ছবি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে (New York International Film Festival)-এ দেখানো হবে। ছবিটি প্রযোজনা করেছেন, বিনোদ ভংসালী (Vinod Bhanushali), কমলেশ ভংসালী (Kamlesh Bhanushali), আসিফ শেখ (Asif Sheikh), বিশাল গুর্রানি (Vishal Gurnani) ও জুহি পারেখ মেটা (Juhi Parekh Mehta)।


আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?


আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ