শুভ না অশুভ ? কতটা লাভদায়ক হতে পারে মার্চ মাস, কী বলছে মীন রাশির মাসিক রাশিফল
Meen Rashi : গ্রহ - নক্ষত্রের অবস্থান অনুযায়ী, মাসিক রাশিফলে দেখে নেওয়া যাক, মার্চ মাসটি মীন রাশির জাতক- জাতিকাদের জন্য কেমন থাকবে

Meen March Horoscope 2025 : মীন রাশির মাসিক রাশিফল ২০২৫: জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কোনও রাশির সম্পর্কে জানা যায়। গ্রহের অবস্থান প্রতি মাসে ভিন্ন ভিন্ন থাকে।
মার্চ মাসে মীন রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, ব্যবসা, টাকা-পয়সার পরিস্থিতি, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন কেমন থাকবে, জানানো হবে রাশিফলে। পাশাপাশি, দেখে নিন, আপনাকে কোন বিষয়গুলি থেকে সাবধান থাকতে হবে।
মীন রাশির মাসিক রাশিফল
ছোটখাটো সমস্যাগুলিকে যদি উপেক্ষা করা যায় তাহলে মীন রাশির জন্য মাসটি মোটামুটিভাবে শুভ। লাভদায়ক হতে পারে। এই মাসে আপনার কর্মজীবনের অগ্রগতি এবং ব্যবসা এগিয়ে নেওয়ার জন্য অনেক সুযোগ পাওয়া যাবে। তবে সেগুলি কাজে লাগানোর জন্য আপনাকে আপনার সময় এবং শক্তিকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে।
একইসঙ্গে আপনাকে মার্চ মাসে আপনার টাকাপয়সার খরচ উপযুক্তভাবে করতে হবে, অন্যথায় মাসের শেষে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসে খোলা হাতে খরচ করা থেকে বিরত থাকুন। মাসের প্রথম সপ্তাহে জমি ও বাড়ি সংক্রান্ত কোনও বিবাদ সমাধান হয়ে গেলে আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন।
এই সময় ঘরের মহিলাদের সুখ-সুবিধা সংক্রান্ত সরঞ্জাম এবং সাজসজ্জার জিনিসপত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, তবে এরকম কোনও ইচ্ছাপূরণের সময় আপনার আর্থিক দিকে প্রতি অবশ্যই খেয়াল রাখুন। মাসের মাঝামাঝি যে কোনও কাজ সম্পূর্ণ করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। লেগে থাকতে হবে।
মার্চ মাসে কোনও ধরনের অবহেলা এবং অলসতা থেকে বিরত থাকুন। আপনাকে আপনার কাজ অন্যের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে নিজেই ভালোভাবে করার প্রয়োজন হবে, অন্যথা সে কাজ নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এই সময় টাকাপয়সা লেনদেন করার সময় খুব সাবধান থাকতে হবে, অন্যথায় ক্ষতি হতে পারে।
মাসের শেষের দিকে ঘরের মহিলারা ধর্মীয় কাজে বেশি মনোনিবেশ করতে পারবেন। সম্পর্কের দিক থেকে মার্চ মাসটি আপনার জন্য অনুকূল থাকবে। প্রেমের সম্পর্ক গভীর হবে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আপনার পরিজন আপনার প্রেমকে স্বীকার করতে পারেন। বৈবাহিক জীবন সুখের হবে।
মাসিক পরামর্শ : ভগবান বিষ্ণুকে তুলসীপাতা প্রদান করুন ও বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।
আরও পড়ুন : মেষ রাশির সাপ্তাহিক রাশিফল
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















