নস্ত্রাদামুস। তাঁর বহু কথাই আজ ইস্তক মিলে গিয়েছে হুবহু। প্রতিবছরই মানুষের আগ্রহ থাকে, এই সময়কাল নিয়ে কী বলে গিয়েছেন তিনি। যেমন ২০২৪ এর শেষপ্রান্তে দাঁড়িয়েও সকলে ভালছেন আগামী সময় নিয়ে কোন বড় ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস ।
নস্ত্রাদামুস ফরাসি জ্যোতিষী । তিনি চিকিৎসকও ছিলেন।তিনি যেমন বলে গিয়েছিলেন অ্যাডলফ হিটলারের উত্থানের কথা। পূর্বাভাস দিয়েছিলেন ১১ সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণের । COVID-19 এর নাম না করলেও এমন কোনও ভয়াবহ অতিমারীর প্রাদুর্ভাবের কথা কত বছর আগেই বলে গিয়েছিলেন তিনি।
তাঁর বই Les Prophetis অনুসারে, ২০২৫ সাল সম্পর্কে তাঁর পূর্বাভাস ভয় ধরানোর মতোই। ২০২৫ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে কোনও গ্রহাণুর। তারপর প্লেগের মতো কোনও রোগের প্রাদুর্ভাবে নাজেহাল হতে পারে ব্রিটেন।
নস্ত্রাদামুস যেমন ২০২৪ সাল সম্পর্কে বলতে গিয়ে , আভাস দিয়েছিলেন ইউক্রেন - রাশিয়ার যুদ্ধের কথা। ভবিষ্যদ্বাণীতে তিনি আরও বলেছিলেন, একটি মহাদেশজুড়ে যুদ্ধ চলবে। তবে ২০২৫ সাল নাগাদ, দীর্ঘস্থায়ী যুদ্ধগুলি সমাপ্তির দিকে এগোতে পারে। হয়ত দীর্ঘকালীন যুদ্ধের পর ইতিচিহ্ন টানতে পারে দুটি দেশই। অনেকেরই ধারণা , ২০২৫ সালে তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কথাই বলেছেন। এই যুদ্ধ বন্ধে ফ্রান্স ও তুরস্ক মধ্যস্থতা করতে পারে। সম্প্রতি পশ্চিম এশিয়ায় সাময়িক যুদ্ধবিরতির পথে হেঁটেছে ইজ়রায়েল ও লেবানন। নস্ত্রাদামুস যেমন ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যে নতুন বছরে ইংল্যান্ডের উপর ঝড় আসতে পারে। কোনও বড় যুদ্ধের প্রভাব পড়তে পারে। এছাড়া প্লেগের থেকেও ভয়ঙ্কর কোনও মহামারী আসতে পারে। যেহেতু তাঁর COVID-19 সংক্রান্ত ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে,তাই এই পূর্বাভাসটি নিয়েও ভাবছেন অনেকে। এছাড়া পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে কোনও গ্রহাণুর। তার ফলাফলও খারাপ হতে পারে বলে অনুমান করেছেন তিনি।
এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল নিয়েও একটি পূর্বাভাস দিয়ে গিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন থেকে প্রবল বন্যা অথবার অগ্নুৎপাত ঘটতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন, বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে