ছায়া গ্রহ রাহু এবং কেতু প্রতি দেড় বছর অন্তর তাদের রাশি পরিবর্তন করে। এই সময়ে, রাহু মীন রাশিতে অবস্থিত, যেখানে কেতু কন্যা রাশিতে অবস্থিত। রাহু ও কেতুর গতি পরিবর্তনের কারণে, মীন ও কন্যা রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর ক্রোধ থেকে মুক্তি পাবেন। ১৮ মে, ২০২৫ তারিখে, রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপর শুরু হবে গোল্ডেন টাইম। 

মে এবং জুন মাস

রাহুর ছায়া থেকে বেরিয়ে  মে এবং জুন মাসে অসাধারণ উন্নতি দেখবে মীন রাশির জাতকরা। আটকে থাকা যত কাজ, সম্পন্ন হবে। নতুন পরিকল্পনাও সফল হবে। যদি কেউ এই সময়ে একটি নতুন কোনও প্রকল্প শুরু করতে চান, তাহলে এটাই উপযুক্ত সময় । ব্যবসায়ীরাও এই সময়ে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারেন। চাকরিজীবীদের জন্যও এটি অগ্রগতির সময়। এই সময়ে সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। শিক্ষাক্ষেত্রেও অগ্রগতির সুযোগ থাকবে।

জুলাই এবং আগস্ট মাস

জুলাই এবং আগস্ট মাসে ভাগ্য মীন রাশির পক্ষে থাকবে।  বাবা-মায়ের কাছ থেকেও কিছু সুবিধা পাবেন জাতকরা। গাড়ি বা সম্পত্তি কেনার জন্য এটি খুব ভালো সময় হবে। এই সময়ে বিবাহের সম্ভাবনাও রয়েছে অবিবাহিতদের ক্ষেত্রে। 

সেপ্টেম্বর এবং অক্টোবর মাস

সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কিছুটা ঝামেলাপূর্ণ হবে। এই সময়ে কর্মক্ষেত্রে উত্তেজনা থাকতে পারে ।  ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করছেন তাদের এই সময়ে সতর্ক থাকা উচিত।  

নভেম্বর এবং ডিসেম্বর মাস             

নভেম্বর এবং ডিসেম্বর মাস আবার বেশ ভাল মীন রাশির জন্য। এই সময়ে আপনি যে কোনও নতুন কাজ শুরু করতে পারেন এবং ধর্মীয় কর্মকাণ্ডেও জড়িত থাকবেন। তীর্থযাত্রার সম্ভাবনাও আছে।  বিনোদনের মাধ্যমও বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ মনোরম থাকবে এবং বিবাহিত জীবনও সুখের হবে।                         

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।