কলকাতা: রাত ফুরোলেই রাখিবন্ধন উৎসব (Raksha Bandhan 2022)। ভারতীয় সংস্কৃতিতে ভাই-বোনের সম্পর্কের উদযাপন হয় এই রাখিবন্ধন দিবসে। ভাই ও বোনের সম্পর্কের সৌন্দর্য্য ও গুরুত্বকে উদযাপন করা হয় এই উৎসবের মধ্য দিয়ে। রাখিবন্ধন উৎসবের বিশেষ দিনে ভাইয়ের হাতে রাখি পরায় বোনেরা। বোনকে সব বিপদের থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইয়েরা। তারই প্রতীক হিসেবে রাখি পরানো হয়।  


এই বছর ১১ আগস্ট রাখি বন্ধন উৎসব। ২০২২ সালের এই দিনটির কোন সময় রাখি বাঁধার জন্য শুভ এবং উপযুক্ত এখনই  জেনে নিন তা। 


পঞ্চাঙ্গ জানাচ্ছে যে, শ্রাবণ পূর্ণিমার এই তিথি ১১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ৩৮ মিনিট থেকে শুরু হবে। শুক্রবার, ১২ আগস্ট সকাল সাতটা বেজে ৫ মিনিট পর্যন্ত থাকবে।


রাখিবন্ধনের বিশেষ বিশেষ মুহূর্ত রয়েছে। সেগুলি কী কী?


অভিজিৎ মুহূর্ত:
১১ আগস্ট সকাল ১১টা বেজে ৩৭ মিনিট থেকে ১২ টা বেজে ২৯ মিনিট পর্যন্ত এই মুহূর্ত থাকবে। শাস্ত্র অনুযায়ী, এটা রাখি বাঁধার জন্য সবচেয়ে ভাল ও পবিত্র সময় বলে মনে করা হয়।


বিজয় মুহূর্ত:
এছাড়া রয়েছে বিজয় মূহূর্ত। বৃহস্পতিবার, ১১ আগস্ট দুপুর ২ টা বেজে ১৪ মিনিট থেকে বিকেল ৩ টা বেজে ৭ মিনিট পর্যন্ত এই মুহূর্ত থাকবে।   


১১ আগস্ট, ভাদ্র পুঞ্ছ বিকাল ৫টা বেজে ১৭ মিনিট থেকে সন্ধে ৬টা বেজে ১৬ মিনিট পর্যন্ত থাকবে। এরপর রাত ৮টা পর্যন্ত ভাদ্র মুখ থাকবে। যা রাখির জন্য শুভ সময় নয়। ১১ আগস্ট ভদ্রকাল থাকবে রাত ৮টা ৫১ মিনিট পর্যন্ত।


সন্ধেতেও রাখি বাঁধার অনুষ্ঠান:
১১ আগস্ট সন্ধেবেলাতেও রাখি বাঁধার জন্য শুভ সময় রয়েছে। রাত ৮টা বেজে ৫১ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকবে এই সময়। 


প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় রাখিবন্ধন উৎসব পালিত হয়। পঞ্চাঙ্গ জানিয়েছে যে ২০২২ সালে শ্রাবণ মাসের পূর্ণিমা দিবস ১১ আগস্ট, ২০২২-এ সকাল ১০টা বেজে ৩৮ মিনিটে শুরু হবে এবং ১২ আগস্ট, ২০২২-এ সকাল ৭টা বেজে ৫ মিনিটে শেষ হবে। সেই কারণেই এই সময়ের মধ্যে ঠিক কখন রাখি বন্ধন উৎসব পালন করা উচিত তা নিয়ে কিছুটা সন্দিহান রয়েছে অনেকে। ২০২২ সালের রাখি বন্ধন উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১১ আগস্ট পালন করা হয়, তবে, এই দিনে পরা ভাদ্র সময়ের কারণে ১২ আগস্টেও এটি উদযাপন করা যেতে পারে।


আরও পড়ুন:  রাখিতে বোনকে কী উপহার দিচ্ছেন ? এগুলির কথা মাথায় রাখতে পারেন