Ram Navami 2024 Date: বছরে দুইবার পালন হয় নবরাত্রি। একবার শরৎ কালে, শারদীয়া দুর্গাপুজোর সময়। আবার বসন্ত কালে, যা বাংলা ক্যালেন্ডার অনুসারে পড়ে চৈত্র মাসে। একে চৈত্র নবরাত্রিও বলে। অযোধ্যার রাজা দশরথ ও বড় রানি কৌশল্যার সন্তান রামের জন্ম। হিন্দুদের বিশ্বাস, সেটি ছিল এই দিন। চৈত্র নবরাত্রির নবমীর দিন। রাম বিষ্ণুর অবতার, দুষ্টের দমন, সৃষ্টের পালনের নিদর্শন সৃষ্টিকারী এক চরিত্র। রাম হিন্দুধর্মাবলম্বী ও ভারতীয়দের কাছে আদর্শ রাজার প্রতীক। এই দিনটিতেই তাই রামনবমী পালন করা হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম। এদিন অনেকেই উপবাস করেন। মানুষের বিশ্বাস, অন্তর থেকে রামের ডাক , ঘুচিয়ে দিতে পার সব পাপ। আর শরতে যে নবরাত্রি পালন হয়, তার সূচনা রামের হাত ধরেই। রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার আগে শ্রীরামচন্দ্র অকালবোধন করেছিলেন মা-দুর্গার । সেই থেকে শরতে মা দুর্গার পুজো হয় দেশ জুড়ে। 


জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার রামনবমীতে তৈরি হয়েছে বিশেষ একটি যোগ। যার ফলে তিনটি রাশির জাতকরা বিশেষ উপকৃত হবেন। রাম নবমী ১৭ এপ্রিল ।  এ বছর রাম নবমীতে দিনব্যাপী রবি যোগ থাকবে। এই যোগে পুজো করে নতুন কোনো কাজ শুরু করলে তা সিদ্ধ হয়। 


মীন রাশি : রাম নবমীতে কয়েকটি রাশির লোকেরা ভগবান রামের উপাসনা করলে বিশেষ আশীর্বাদ পাবেন। জ্যোতিষশাস্ত্রে, মীন রাশিকে শ্রী রামের সবচেয়ে প্রিয় চিহ্ন হিসাবে মনে করা হয়। মীন রাশির শাসক গ্রহ হল বৃহস্পতি, যা শ্রী হরির সঙ্গে সম্পর্কিত। শ্রী রামের কৃপায় এই  রাশির জাতকরা জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। 


কর্কট রাশি : শাস্ত্র অনুসারে,শ্রী রাম কর্কট রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। রাম নবমীতে রামলালাকে ক্ষীর নিবেদন করলে ভাল। এতে সৌভাগ্য বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয়। সমাজে সম্মান বাড়ে।


 বৃষ রাশি : ভগবান রামের প্রিয় রাশিগুলির মধ্যে একটি হল বৃষ রাশি। এই রাশির জাতকদের রাম নবমীতে রামাষ্টক পাঠ করা উচিত। বিশ্বাস করা হয় যে, কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি দেন রাম। 


তুলা রাশি: এই রাশির জাতকরা রঘুপতির প্রিয় বলে বিবেচিত হয়। শ্রীরামের কৃপায়, এই রাশির জাতকরা সাহসকে সঙ্গী করে নানা সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়। শ্রীরামকে স্মরণ করলে হনুমানজির আশীর্বাদও সঙ্গে থাকে। রাম নবমীতে, রামলালাকে হলুদ বস্ত্র এবং নারকেল নিবেদন করলে আর্থিক ও শারীরিক সমস্যার ঘুচে যায়।  


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা