মেষ রাশি (Mesh Rashi) : বৃহস্পতিবার মেষ রাশির জাতকদের জন্য আনন্দের দিন হতে চলেছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা কিছু ভাল খবর শুনতে পাবেন। শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সচেতন হতে হবে। এজন্য কিছু সময়ের জন্য বন্ধু ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে হবে। পরিবারে কোনও মতবিরোধ থাকলে তার সমাধান হবে। নববিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন ঘটতে পারে। সন্তানদের কিছু দায়িত্ব দিতে হবে।


বৃষ রাশি (Brisha Rashi) : দিনটি বৃষ রাশির জাতকদের জন্য উদ্বেগের হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার সঙ্গী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সহকর্মীদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করবেন। যদি দীর্ঘকাল ধরে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ চলছে, তাহলে এদিন তাতে জয়লাভ করবেন। কোনও বিষয়ে চিন্তা থাকলে তা এবার কেটে যাবে।


মিথুন রাশি (Mithun Rashi) : এই দিনটি আপনার জন্য সামান্য হবে। আলস্যের কারণে কাজ করতে ইচ্ছা করবে না। স্ত্রীর জন্য কোনও ব্যবসা শুরু করতে পারেন। কোনও কাজ শেষ হওয়ার কারণে বৃহস্পতিবার আপনি খুশি থাকবেন। যে কারণে আপনি বাড়িতে পুজোপাঠের আয়োজন করতে পারেন। মানুষের সঙ্গে খুব সাবধানে কথা বলা উচিত। অন্যথা, আপনি যা বলছেন তাতে তাঁদের খারাপ লাগতে পারে।


কর্কট রাশি (Karkat Rashi) : স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য দুর্বল দিন হতে চলেছে। কোনও বিষয়ে চিন্তিত থাকতে পারেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। প্রেমের জীবনযাপনকারীরা রোম্যান্টিক মেজাজে থাকবেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক দিন কাটাবে। কিছু প্রতিপক্ষ আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনার পুরানো কোনও রোগ সময়মতো নিরাময় করতে হবে।


সিংহ রাশি (Sinha Rashi) : সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায় নতুন অফার পেতে পারেন। যদি দীর্ঘদিন ধরে কোনও কাজ নিয়ে চিন্তিত ছিলেন তবে সেই চিন্তা শেষ হতে পারে। ব্যবসায় ভাল গতি দেখতে পাবেন। কোনও আত্মীয়ের জন্য কিছু ব্যবস্থা করতে হতে পারে।


কন্যা রাশি (Kanya Rashi) : কন্যা রাশির জাতকদের ঝুঁকি এড়াতে হবে। পরিবারে কোনও বিবাদ থাকলে তা নিয়ে চুপ থাকা উচিত। অন্যথা, তা বাড়তে পারে। আপনার কাজ দেখে, কর্মক্ষেত্রে আপনাকে প্রোমোশন দেওয়া হতে পারে। যে কারণে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে পারে। যদি কোনও আইনি বিষয় দীর্ঘদিন ধরে বিতর্কিত আবস্থায় থাকে, তাহলে সেই বিবাদ বাড়তে পারে। এক্ষেত্রে আপনার অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ প্রয়োজন হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।