কলকাতা : ২৯ জানুয়ারি সারা দেশে সাকত চৌথ উপবাস পালন করা হবে। এই দিনে, ১০০ বছর পর, একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে বাপ্পার আশীর্বাদ বর্ষিত হবে, যারা আশ্চর্যজনক যোগ থেকে উপকৃত হবেন।
শিশুদের উন্নতি ও সমৃদ্ধির জন্য সাকাত চৌথ উপবাস পালন করা হয়। এবার ১০০ বছর পর সাকত চৌথের উপবাসের দিন মঙ্গল,শুক্র ও বুধ ধনু রাশিতে থাকবে। এতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এছাড়া এদিন শোভন যোগও তৈরি হচ্ছে।
কুম্ভ রাশি
সাকত চৌথ উপবাসের দিন এই শুভ যোগগুলির সংমিশ্রণে তুলা,মীন এবং কুম্ভ রাশির জাতকদের ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান করবে। বাপ্পার কৃপায় আর্থিক লাভের সুযোগ পাবেন তাঁরা। সাকত চৌথ উপবাসের দিনে এই শুভ যোগগুলির সমাপতনে তুলা, মীন এবং কুম্ভ রাশির জাতকদের সব দিক থেকে ই সমস্যা নিরাময় হতে পারে।
বৃশ্চিক রাশি
অন্যদিকে এই ত্রিগ্রহী যোগে লাভবান হবে, বৃশ্চিক রাশির জাতকরা। সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইলে এটি শুভ সময়। সাকাত চৌথের উপবাসে সকল বাধা দূর হয় বলে মনে করেন গণপতি ভক্তরা। এই দিনে, ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করা ভাল এবং এদিন গণেশ অর্থশীর্ষ পাঠ করলে সংসারে সমৃদ্ধি আসবে।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা সকাত চৌথের দিনে ঘটে যাওয়া বিরল কাকতালীয় ঘটনার সুফল পাবেন। ব্যবসায় ভালো উন্নতি হবে। স্বাস্থ্যেরও উন্নতি হবে।
পুরাণ অনুসারে, ভগবান শিব প্রথমে ত্রিপুরাসুরকে বধ করতে ব্যর্থ হন, তখন তিনি কেন ব্যর্থ হলেন, তা নিয়ে ভাবতে বসেন। কী কারণে তাঁর কাজে বাধা এল, তা নিয়ে তিনি চিন্তা করেছিলেন। তখন তিনি বুঝতে পারেন যে, নিজের ছেলে গণেশের পুজো না করেই যুদ্ধ শুরু করেছেন। গণেশের পুজো করেন তিনি । এর পরে যুদ্ধ হলে ত্রিপুরাসুর পরাজয় ঘটে।এরপর থেকেই যে কোনও কার্যসিদ্ধির জন্য গণেশ পুজো শুরু হয়।
দেবতার উদ্দেশে ফুল ও মালা অর্পণ করা হয় এবং লাড্ডু নিবেদন করা হয়। এই কারণেই প্রতিটি কাজের আগে গণেশের পুজো করা হয়, যাতে কোনও বাধা ছাড়াই কাজ সম্পূর্ণ হয়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী