মিথুন রাশি 


এই সপ্তাহে আত্মবিশ্বাস ও শক্তিতে ভরপুর থাকবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। আপনার সাহস অন্যদের কাজ করতে বাধ্য করবে এবং অন্যরা আপনাকে অনুসরণ করবেন। কেরিয়ার সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে আনার এটাই সঠিক সময়। চাকরিপ্রার্থীরা স্বল্প ও দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে সক্ষম হবেন। চাকরি হতে পারে নেতৃস্থানীয়ও। আপনার উদ্যম সঠিক মানুষদের মনোযোগ আকর্ষিত করবে। তাই এটা ভাগ্যের উপর ছেড়ে দিন। প্রেমে আকর্ষিত হতে পারেন এই সপ্তাহে। হতে পারে, আপনার উদ্যমে আকর্ষিত হয়েই কেউ মন দিয়ে ফেলবেন। যে কোনও কাজে পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত হবেন না। আপনার হালকা মেজাজ সবরকম পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, আগামী সপ্তাহটি আবেগকে নতুন করে চিনে নিতে সাহায্য করবে। সঙ্গীর সঙ্গে অপ্রত্যাশিত কোনও বিষয় নিয়ে আলোচনা করে নিতে পারেন। বুধবার প্রেমের জন্য লাকি। তাই হলুদ রং আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে। সুন্দর একটি ঘড়ি ভাল উপহার হতে পারে প্রিয়জনের জন্য়।  


মিথুন রাশির সাপ্তাহিক টিপস : গম্ভীর পরিস্থিতি হতে পারে। হালকা মেজাজে, পরিস্থিতির মোকাবিলা করুন


কর্কট রাশি


কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে বিরতি নেওয়ার প্রয়োজন হতে পারে। আরও বেশি আত্মমগ্ন মনে হতে পারে। তবে এটা স্বাভাবিক, মানসিক দিক থেকে বিরতি নেওয়ার এটা একটা ভাল সময়। কেরিয়ারে নিজে যে লক্ষ্য স্থির করেছেন তার দিকে একবার নজর দিন। ভাল কাটবে প্রেমজীবন। যাকে আশা করছেন জাতক-জাতিকারা, তিনি আকৃষ্ট হতে পারেন, তবে প্রয়োজনে অপেক্ষা করতে হবে। স্বাভাবিকভাবে যা হওয়ার হবে, এটা ভেবে ছেড়ে দেওয়া উচিত। আর আপনি যদি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন, তাহলে সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে বন্ধন আরও সুদৃঢ় করে নিন। এব্যাপারে যে কোনও ছোট ছোট পদক্ষেপ কার্যকরী হবে। যেতে পারেন ডিনারে। যদি অনেকদিন আগে থেকে জমি বাড়ি ইত্যাদি কেনার পরিকল্পনা করছেন, তাহলে এই সপ্তাহে সেই মনোস্কামনা পূর্ণ হতে পারে। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সপ্তাহের শেষভাগে ব্যবসায়ীদের জন্য ভাল খবর আসতে পারে।  সোমবার শুভ। হালকা নীল রং নিয়ে আসবে প্রশান্তি। 


কর্কট রাশির  সাপ্তাহিক টিপস : এই সপ্তাহে একটু বিরতি নিন, অবসর দরকার


আরও পড়ুন : মেষ ও বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


তথ্যসূত্র - আইএএনএস ও এবিপি লাইভ হিন্দি