ওয়াশিংটন : হোয়াইট হাউসের দৌড়ে নেমেই বাংলাদেশের হুঙ্কার ছেড়েছিলেন ট্রাম্প। অন্তর্বর্তী সরকার যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে তোপ দেগে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে এসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেন। সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের তীব্র নিন্দা করেছিলেন ট্রাম্প। এবার সাদা-বাড়িতে ফিরতেই তাঁর শরণাপন্ন হলেন সে-দেশে থাকা বাংলাদেশের মানুষরা। বাংলাদেশি আমেরিকান সংখ্যালঘুরা চাইলেন ট্রাম্পের সাহায্য।
বাংলাদেশে সংখ্যালঘুদের ক্রমবর্ধমান নৃশংসতা থেকে উদ্ধার করতে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন মার্কিন মুলুকে থাকা বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা। আমেরিকায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন ( coalition of Bangladeshi American Hindus, Buddhists, and Christians ) ট্রাম্পের সাহায্য চেয়ে বলেছে, ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে যেভাবে ইসলামি মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, তাতে সংখ্যালঘুরা অস্তিত্ব সঙ্কটে ভুগছে।
আরও পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ! বাজারে ছড়িয়ে পড়ছে 'ভুয়ো টাকা'?
২৫ নভেম্বর, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পরের দিন, চট্টগ্রাম আদালতে পেশ করার পর তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এর ১ সপ্তাহ পর মঙ্গলবার ফের তাঁর জামিন মামলার শুনানি হওয়ার কথা থাকলেও , তা হয়নি। এই পরিস্থিতিতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি নিশ্চিত করার জন্য ট্রাম্পের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সে-দেশে থাকা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলির প্রতিনিধিরা।
চলতি বছরে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে , ট্রাম্প বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন । বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেন এবং কমলা হ্যারিসের উদ্দেশে আক্রমণ শানিয়ে ছিলেন তিনি। তখন থেকেই মার্কিন মুলুকে থাকা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, তবে কি হোয়াইট হাউসে যেতে পারলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবেন ট্রাম্প? তবে এখনও পর্যন্ত তেমন কিছু না ঘটলেও, কোয়ালিশনের ( coalition of Bangladeshi American Hindus, Buddhists, and Christians ) আবেদন শুনে ট্রাম্প কিছু করবেন কি না, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে