ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের (Rampurhat Medical College) এক্স-রে রুম। ফলে, পরীক্ষা করাতে এসে ফিরে যেতে হচ্ছে রোগী ও তাঁদের আত্মীয়দের। জল ঢুকেছে তারাপীঠ শ্মশানে। জল জমেছে কঙ্কালিতলা মন্দির চত্বরেও। জলের তলায় একাধিক অস্থায়ী সেতু।


টানা বৃষ্টিতে দুর্ভোগ: রাতভর টানা বৃষ্টি, আর তাতেই বীরভূমে ফিরল জলছবি। জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের এক্স-রে রুম-সহ আশপাশের অংশ। এর ফলে বন্ধ রয়েছে এক্স-রে ও স্ক্যান। পরীক্ষা করাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। এর রোগীর আত্মীয়র অভিযোগ,  বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।

রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাট পুরসভা এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব। দ্বারকা নদীর জল ঢুকেছে তারাপীঠ মহাশ্মশানে। জলমগ্ন অংশে বন্ধ রয়েছে দাহকাজ। জলমগ্ন কঙ্কালিতলা মন্দির চত্বরও। জলের তলায় বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর ২টি অস্থায়ী সেতু। ঝুঁকি নিয়ে, বিপজ্জনকভাবে রেলসেতু ধরে যাতায়াত করছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধ রয়েছে বোলপুর-রামপুরহাট এবং সাঁইথিয়া-বহরমপুরের মধ্যে।

অন্যদিকে, কুয়ে নদীর জলে ভাসছে লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। সেতু ডুবে যাওয়ায় বিভিন্ন গ্রামের মধ্যে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। ফাটল ধরেছে কুয়ে নদীর বাঁধে।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতি। ইলামবাজারে শাল নদীর জল সেতুর ওপরে উঠে যাওয়ায় পাড়ুই যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। জয়দেবে ভেঙে গেছে অজয় নদীর অস্থায়ী সেতু। এর ফলে, বীরভূমের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ ব্যাহত হয়েছে।                          


এদিকে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালে তাণ্ডব, ইন্টার্ন চিকিৎসককেও মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে হামলাকারীদের। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। পথ দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘিরে গতকাল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম বাধে। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তোলে মৃতের পরিবার। হাসপাতালের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Weather Update: আগামী কয়েকদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস! আজ ভাসবে কোন কোন জেলা?