Shani 2025 : জ্যোতিষশাস্ত্র অনুসারে, বর্তমানে ২০২৫ সালের নভেম্বরে, শনি দেব বক্রী পর্যায়ে রয়েছেন। তিনি শীঘ্রই সরাসরি পথে আসবেন। এর ফলে কিছু রাশিচক্রকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শনি বক্রী ২০২৫ সম্পর্কে বলতে গেলে বলতেই হয়, জ্যোতিষ শাস্ত্র বলছে, শনি শীঘ্রই ৪ টি রাশির উপর বিশেষ প্রভাব বিস্তার করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবকে কর্মের ফল প্রদানকারী দেবতা বলা হয়। তিনি ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করেন। ২০২৫ সালের নভেম্বরে শনি সরাসরি পথে এলে তার প্রভাবে বদল ঘটবে। ২৮ নভেম্বর সকাল ০৯:২০ টা সময়টি গুরুত্বপূর্ণ। ঠিক এই দিনেই শনি মহারাজ তাঁর প্রতিগামী গতি শেষ করে তাঁর প্রত্যক্ষ গতি শুরু করবেন। এই অবস্থা ২৭ জুলাই, ২০২৬ পর্যন্ত থাকবে।
২৮ নভেম্বর তারিখে শনির গোচরের পর, নিম্নলিখিত রাশিচক্রের মানুষদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যে সব রাশির জাতক জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতি বা শনি ধৈয়া দশায় রয়েছেন, তাদের শনির গোচরের পরে কিছু সময় ধরে কাজের ক্ষেত্রে নানারকম দ্বন্দ্ব বা বাধার সম্মুখীন হতে হবে। প্রতিদ্বন্দ্বীদের থেকে সাবধান থাকুন।
মীন রাশি: বর্তমানে, এই রাশির শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায় চলছে। শনির গোচরের পরে, কর্মক্ষেত্রে কিছু চাপ থাকবে। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা অপ্রয়োজনীয় খরচ হতে পারে।
কুম্ভ রাশি: শনির সাড়ে সাতির শেষ এবং প্রধান পর্যায় এই রাশির জন্য শুরু হচ্ছে। গোচরের পরে,এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে বা কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাবধানতার সঙ্গে নিতে হবে।
সিংহ রাশি: শনি আপনার উপর নেতিবাচক পর্যায়ে রয়েছে। গোচরের পরে, কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তবে কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফল দেবে। কোনও দুর্যোগ বা স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
ধনু রাশি : সাড়ে সাতির পর ধৈয়া সাধারণত ভালো ফলাফল দেয়, সাবধানে বিনিয়োগ করুন এই সময়ে ।
শনিদেব কর্মের দাতা। যখন তিনি তাঁর পথে আসেন, তখনই তিনি আপনার কঠোর পরিশ্রম এবং কর্মের ফল দেন। নেতিবাচক প্রভাব কমাতে, এই সময়কালে দরিদ্রদের সাহায্য করুন, শনিদেবের উপাসনা করুন এবং সততার সঙ্গে আপনার কাজ চালিয়ে যান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।