কলকাতা: শনি যখন বিপরীতমুখী হয়, তখন এর জন্য অনেকেই কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন। শনিদেব কুম্ভ রাশিতে থাকাকালীন ৩০ জুন পূর্বমুখী হয়েছিলেন এবং এই রাশিতে থাকাকালীন এটি ১৫ নভেম্বর প্রত্যক্ষ হবে। শনিদেব প্রত্যক্ষ না হওয়া পর্যন্ত সাড়েসাতি, ধইয়ায় থাকা ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশিতে থাকার কারণে মকর রাশির জাতক-জাতিকাদের উপর ধইয়ার প্রভাব কমে যাচ্ছে, মীন রাশির ধইয়া শুরু হয়েছে। অন্যদিকে শনিদেব মেষ, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকদের দিকে তাকিয়ে আছেন।


শনির দৃষ্টি দ্বারা প্রভাবিত ব্যক্তিদের কী করা উচিত?
 
মেষ- মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শনির দৃষ্টি তাঁদের কর্মফল বৃদ্ধি করতে চলেছে, তাই সৃজনশীল কাজ করুন। সক্রিয় থাকুন এবং অলস হবেন না। পেশাগত বৃদ্ধির জন্য কোথাও যাওয়ার সুযোগ পেলে মোটেও দ্বিধা করবেন না। কারও প্ররোচনায় কিছু করবেন না। কেউ কিছু বললে তাতে বিশেষ মন দেবেন না, নয়তো বিমর্ষ হয়ে পড়তে পারেন।
 
সিংহ- সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য চ্যালেঞ্জ থাকবে এবং মন খুব অস্থির থাকবে। সম্মান হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কেউ অশ্লীল ভাষায় কথা বলে আপনাকে হয়রানি করতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বিতর্কে গেলে সমস্যায় পড়তে পারেন। অত্যন্ত ধৈর্যের সঙ্গে শনি পশ্চাদগামী হওয়া পর্যন্ত কাজে মনোনিবেশ করুন। চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং মোকাবিলা করুন। 
 
বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতকদের জন্য, বিপরীতমুখী শনি সবচেয়ে নেতিবাচক হবে কারণ চন্দ্রের দুর্বলতায় বিপরীতমুখী শনির দৃষ্টি শাস্তি দিচ্ছে। প্রথমে আপনাকে নিজের দিকে তাকাতে হবে এবং নিজের কাজের মূল্যায়ন করতে হবে। কী কী ভুল করেছেন তা ভাবতে হবে। কোনওরকম নেশা থাকলে তা ত্যাগ করুন। আপনি যদি কোনও দরিদ্র ব্যক্তি বা আপনার অধীন কর্মরত ব্যক্তিদের খুব বেশি হয়রানি করে থাকেন, তাহলে শনির নিষ্ঠুর দৃষ্টি পড়তে পারে।


সাড়েসাতি ও ধইয়ার লোকদের কী করা উচিত?
 
মকর- মকর রাশির জাতকদের জন্য সাড়েসাতির শেষ পর্যায় চলছে। শনি পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু সমস্যা আসতে শুরু করবে, যে জিনিসগুলি স্থির ছিল, সেগুলি আবার এলোমেলো হতে পারে। চ্যালেঞ্জ আসবে, বিরোধীরা আওয়াজ তুলবে কিন্তু নম্র ভাব নিয়ে কাজ করে যান। শনি প্রত্যক্ষ না হলে এ ধরনের সমস্যা দেখা দেবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার উপদেষ্টাদের মতামত নিন।


কুম্ভ- কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়েসাতি অবস্থান করছে। বিপরীতমুখী শনির প্রভাব দ্বিগুণ হলে মন ব্যথিত হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং মনে হবে সবকিছু ঠিকঠাক হচ্ছে না। চাকরিতে সমস্যা হতে পারে। যাঁরা চাকরি ছাড়ার কথা ভাবছেন, তাঁরা খুব ভেবেচিন্তে পদত্যাগ করবেন। নতুন চাকরি না হলে বর্তমান পদত্যাগের কোনও মানে হয় না।
 
মীন- মীন রাশির জাতক-জাতিকাদের কাজ শেষ করতে দেরি হতে পারে। তবে এটি নিয়ে চিন্তিত হবেন না বরং আবার চেষ্টা করুন কারণ শনিদেব আপনাকে পরিশ্রমী করতে চান। আপনার ওজন বেশি হলে নিয়মিত ব্যায়াম করুন। দৈনন্দিন রুটিন বজায় রাখতে হবে। মনে রাখবেন যে শনির বিপরীতমুখী গতির কারণে আপনার দৈনন্দিন রুটিনে ব্যাঘাত ঘটানো উচিত নয়।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: R G Kar News: স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনার লক্ষ্য, IMA সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকরা