কলকাতা: আন্দোলনের প্রথমদিন থেকেই তিনি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন। রাত দখল-এ রাত জেগেছেন বারে বারে। তবে এবার, পুরনো পোস্টের কারণে কটাক্ষের শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায় (Swastika Mukherjee)। পুরনো হাওয়াই চটির ছবি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুরনো ছবি রিপোস্ট করে বা তাতে মন্তব্য করে আক্রমণ শানিয়েছেন নেটিজেনরা। তবে স্বস্তিকা বরাবরই বলে এসেছেন, তিনি কোনও বিশেষ একটা দলকে সমর্থন করেন না। সেই প্রসঙ্গেই এবার সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি জবাব দিলেন স্বস্তিকা। কী লিখলেন তিনি?
স্বস্তিকা লিখছেন, 'কাউকে কমরেড বলে সম্মোধন করলে আমি নিশ্চিত লাল। এক দশক বা তার একটু কম বেশি আগে পরে, এক জোড়া চটির ছবি দিয়েছিলাম বলে আমি সবুজ, ওহ সরি মাঝে দুটো চকলেট ও নিয়েছিলাম। ওহ সরি আমার কলিগ সায়নিকে শুভেচ্ছাও জানিয়েছিলাম। ওহ সরি, এখন আবার সবুজ না বলে নতুন শব্দ হলো চটি-চাটা। রং দে তু মোহে গেরুয়া গান টা গাইলে আমি গেরুয়া। আজাদি স্লোগান তুললে আমি জেএনইউ - ওহ না না ওরা তো কোন দল না, ভুলে যাই। আর কিছু বাদ পড়ল ?'
অর্থাৎ স্বস্তিকা বোঝাতে চেয়েছেন, বিভিন্ন সময়ে তাঁকে বিভিন্ন দলের সমর্থক হিসেবে দাগিয়ে দেওয়া হলেও, আসলে তিনি কোনও দলকেই অন্ধভাবে সমর্থন করতে নারাজ। যে কোনও দলের ভুলই তাঁর চোখে লাগে এবং তিনি তার প্রতিবাদ করেন নিজের মতো করে। আরজি কর কাণ্ডে ঠিক যেমনটা করছেন। তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, করছেন। সবার সঙ্গে গলা মিলিয়ে ন্যায়বিচার চাইছেন আরজি করের নির্যাতিতার জন্য। তবে এর জন্য তিনি যে একটি বিশেষ দলের সমর্থক হয়ে যাচ্ছেন, এমনটা মোটেই মনে করছেন না তিনি।
সদ্য একটি গণকনভেনশনে স্বস্তিকা বলেন, 'ধর্মতলায় রাত জেগেছি। রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। এটাতে বিশাল কোনও কাজ করে ফেলিনি। অনেক মেয়েদেরই দেখেছি কত দূর দূর থেকে এসেছে। সকালের ট্রেন বাস খুললে তাঁরা সবাই বাড়ি যাবেন.. এমন নানাবিধ কথা শুনছিলাম। আরজি করের লড়াইয়ের কথা শুনছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল না কখন বাড়ি গিয়ে বিছানায় একটু শোব। আমার কাজের জায়গার প্রচুর মানুষ অনেকে এসেছেন। আমরা হয়তো সবদিন রাত জাগতে পারছি না, কিন্তু সবাই যে বাড়িতে খুব শান্তি করে ঘুমাতে পারছি না নয়। আমাদের বিভিন্ন হোয়াসঅ্যাপ গ্রুপে মেসেজ আসছে। যাঁরা রাস্তায় থাকছেন, বাড়ি না পৌঁছনো অবধি লাইভ লোকসন শেয়ার করছেন। এভাবেই আমরা প্রতিবাদটা চালিয়ে যাব।'
আরও পড়ুন: Bohurupi Teaser: শিবপ্রসাদ-কৌশানীর রসায়নে আবিরের অ্যাকশনের চমক.. 'বহুরূপী'-তে চমকের ওপর চমক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।