কলকাতা : শনি ধাইয়ার নাম শুনলেই আতঙ্কে শিউরে ওঠে মানুষজন। এর প্রকোপ থাকে আড়াই বছর পর্যন্ত। শনি গোচরের সঙ্গে সঙ্গে যাদের উপর শনির ধাইয়া চলতে থাকে তাদের জীবনে পরিবর্তন দেখা যায়।
এই সময়ে শনির ধাইয়া কর্কট ও বৃশ্চিক রাশির উপর চলছে। কিন্তু, ২০২৫ সালে শনির গোচরের সঙ্গে সঙ্গে এই দুই রাশি শনির প্রকোপ থেকে মুক্তি পাবে। তখন সিংহ ও ধনু রাশির উপর শনি ধাইয়ার প্রভাব শুরু হয়ে যাবে।
২০২৫ সালের ২৯ মার্চ শনি নিজের রাশি পরিবর্তন করবে। শনির গোচর বা রাশি পরিবর্তন মীন রাশিতে হবে। এই সময়ে শনি নিজের রাশি কুম্ভতে আছে। শনির গোচরের পর শনির ধাইয়া থেকে বাঁচতে সিংহ ও ধনু রাশির জাতকরা এই উপায় অবলম্বন করতে পারেন।
অশ্বত্থ গাছের পুজো-
শনির ধাইয়া থেকে বাঁচতে হলে বা তার প্রকোপ কমাতে অশ্বত্থ গাছের পুজো করুন। রোজ না করতে পারলেও, শনিবার দিন অশ্বত্থ গাছে অবশ্যই জল অর্পণ করুন।
কালো কুকুরের সেবা-
শনি ধাইয়ার প্রভাব কাটাতে শনিবার দিন কালো কুকুরের সেবা করুন। অন্যথা, যে কোনো কুকুরের সেবা করতে পারেন। প্রহার করবেন না বা তাড়িয়ে দেবেন না। বিশেষ করে কালো রঙের কুকুরকে দুধ-রুটি খাওয়ান।
শনি যন্ত্রের পুজো-
শনি ধাইয়া যে রাশির ওপর চলে তাদের শনিবার শনি যন্ত্রের অবশ্যই পুজো করা উচিত।
বাবার আশীর্বাদ-
শনি ধাইয়ার প্রভাব কম করতে হলে, অবশ্যই বাবার আশীর্বাদ পাওয়া প্রয়োজন। প্রতি অমাবস্যায় পূর্বপুরুষদের অন্ন অর্পণ করুন। এমনটা করলে পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
দান-
শনি ধাইয়া থেকে বাঁচতে হলে শনিবার দিন অবশ্যই উরদের ডাল দান করুন।
আরও পড়ুন ; নতুন পথে শনি, লাভ-ক্ষতির 'জাঁতাকলে' ১২ রাশি ; কাদের উপর প্রসন্ন বড়ঠাকুর; কাদের নেই ছাড় ?
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে