কর্মফল দাতা বলা হয় শনিদেবকে। বড়ঠাকুর শনিদেব কর্মফলের ভিত্তিতে সিদ্ধান্ত  নিয়ে থাকেন, কেউ ধনী হবেন নাকি ধনসম্পদ হারিয়ে ফলবেন, তা ঠিক করেন গ্রহদেবতা শনি। যদি শনি শুভ ফল দেন, তবে তিনি কাউকে তিনি দরিদ্র থেকে রাজা করতে পারেন।  তবে শনিদেব রাগ করলে , একজন রাজাওহতদরিদ্র হয়ে পড়তে পারেন। শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। তাই শনি  যখন একটি রাশিতে থাকে, প্রায় আড়াই বছর তার প্রভাব পড়ে।  শনির রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কোন রাশিতে শনির ধাইয়া এবং সাড়ে সাতি থাকবে।


আরও পড়ুন :  গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?  


আপনার রাশিতে যদি শনির মহাদশা চলে. তাহলে আপনাকে অর্থের অভাবের সম্মুখীন হবেন তিনি। কখনও কখনও, এতটাই অসুবিধার সম্মুখীন হতে হয় যে, EMI দিতেও নাভিশ্বাস উঠতে পারে।  যদি জন্মকুণ্ডলীতে শনির ধাইয়া এবং শনির সাড়ে সাতির প্রভাব থাকে, তাহলেও এইসব সমস্যা হতে পারে। তবে রাশিচক্রের ঊর্ধ্বে গিয়ে আরেকটা জিনিস মাথায় রাখা আবশ্যক। কর্মফল ! ভাল কর্ম করেন যাঁরা, ন্যায়ের পথের পথিক, পরোপকারী, তাঁরা যে রাশিরই হোন না কেন, শনিদেব তাঁদের একটুও সমস্যায় ফেলেন না। বরং বাড়িয়ে দেন আশীর্বাদের হাত। 


কুণ্ডলীতে শনির দুর্বল অবস্থান জাতকে সমস্যায় ফেলতে পারে। কর্মরতদের প্রতি পদক্ষেপে অসুবিধার সম্মুখীন হতে হয়। একই সময়ে, সেই সব রাশির জাতকদের  আর্থিক বিষয়ে লড়াই করতে হতে পারে। তার ফলে মানসিক চাপে থাকতে পারেন জাতকরা।কুম্ভ-


বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে চলছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যা আসতে পারে। অর্থ লেনদেনের সময় সতর্ক থাকুন। মার্চে শনির গোচরের পরও এই পর্যায় বজায় থাকবে। 


মীন-


বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদেরও শনির সাড়ে সাতি চলছে। এই রাশির জাতক জাতিকাদের অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয় ।  বিতর্ক থেকে দূরে থাকা নিজের জন্য ভাল। 



দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে  bengali.abplive.com  তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।