Shani Sare Sati : শনিদেব প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ভালো বা খারাপ ফল দেন। শাস্ত্র অনুসারে, বড়ঠাকুরকে ন্যায় দাতা বলা হয়। তাই সাড়ে সাতি বা ধইয়ার সময়ও সবার উপর সমান প্রভাব আসে না।  বিচারক গ্রহ শনি কর্মফলের নিরিখেই বিচার করেন। তাই শনি মাত্রই ভয়ঙ্কর, এমনটা না ভাবাই ভাল। তবুও  শনিদেবের রোষ এড়ানোর জন্য সকলেরই মরিয়া চেষ্টা থাকে। কর্মের অধিপতি শনিদেব সর্বদা তাদের আশীর্বাদ বর্ষণ করেন যাঁরা পরিশ্রমী তাঁদের উপর। তবে কয়েকটি রাশি রয়েছে, যাঁদের উপর বেশি দয়াবান শনিদেব। প্রতিটি রাশির জাতকের জীবনে এমন একটি সময় আসে যখন তাদের উপর শনির সাড়ে সাতি বা ধইয়া চলে। 


জ্যোতিষশাস্ত্রে, তিনটি রাশির কথা বলা হয়েছে যাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। শুধু তাই নয়, অন্যান্য রাশির তুলনায় শনির অশুভ নজর, সাড়ে সাতি বা ধইয়াতেও এই রাশিগুলির উপর প্রভাব কম পড়ে। সৎ পথে থেকে এঁরা সহজেই পার করে যান এই কঠিন - দশা। 


তুলা রাশি :  তুলা রাশির শাসক গ্রহ শুক্র । শনি এই রাশিতে উচ্চপদস্থ।   তুলা রাশির জাতকদের প্রতি শনিদেব সদা সদয় থাকেন । এই রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতি বা ধইয়ার সময়ও নেতিবাচক প্রভাব পড়ে না। 


মকর রাশি : এই রাশির শাসক গ্রহ স্বয়ং শনি মহারাজ। তাই মকর রাশির জাতকদের উপরও শনিদেবের বিশেষ আশীর্বাদ বজায় থাকে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত অনেক পরিশ্রমী, সক্রিয় এবং সৎ হন। তাই এই রাশির জাতকদের উপর শনিদেব তার আশীর্বাদ বর্ষণ করেন। 


কুম্ভ রাশি: মকর রাশির মতো কুম্ভ রাশির শাসক গ্রহও শনি। কুম্ভ রাশির জাতক - জাতিকারা শান্ত প্রকৃতির হয় ।  এই রাশির জাতকরা পরিশ্রমের উপরই বেশি বিশ্বাস রাখেন। তাই মকর রাশির মানুষের ওপরও শনির কুদৃষ্টি পড়ে না। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।