জ্যোতিষশাস্ত্রে শনি ও বৃহস্পতির বিশেষ মর্যাদা আছে। এই দুটি গ্রহই ২০২৫ সালে রাশিচক্র পরিবর্তন করছে। এই গ্রহগুলির পাশাপাশি, রাহু-কেতু গ্রহগুলিও তাদের রাশি পরিবর্তন করছে। কতটা প্রভাব পড়বে আপনার - আমার উপর ?
শনি গোচর ডঃ অনীশ ব্যাস জানিয়েছেন যে শনি ২৯ মার্চ, মীন রাশিতে প্রবেশ করবে শনি। মীন রাশি মানসিক এবং আধ্যাত্মিক গভীরতার রাশি। শনিদেব এই রাশিতে গমন করলে আধ্যাত্মিক বোধ বৃদ্ধি পাবে। সৃজনশীল প্রকাশও বাড়বে। এই সময়ে,দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে হবে । অন্যদের সাহায্য করুন। স্বাস্থ্যে নজর দিতে হবে। মানুষের মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিক বিকাশের বিষয়ে সমাজের মানুষ সচেতন করতে হবে।
রাহু গোচর রাহু ১৪ মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলে কিছু পুরনো সমস্যা মিটে যাবে। নতুন প্রযুক্তি কেরিয়ারি সহায়ক হবে। কিছু নতুন উদ্ভাবনও হতে পারে। সামাজিক পরিবর্তন হবে । তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সরকারের বিনিয়োগ খুব দ্রুত বাড়তে পারে। এর উপকরা পাবেন সকলে। কুম্ভ রাশিতে রাহুর গমন একটি নতুন সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে।
কেতু গোচর ১৮ মে কেতু সিংহ রাশিতে গমন করবে। কেতু সিংহ রাশিতে প্রবেশ করলে মানুষের অহংকার বাড়তে পারে। তাদের আত্মবিশ্বাস দৃঢ় হবে। সাফল্যের জন্য অভ্যন্তরীণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ। ধ্যান করতে হবে এবং শক্তির উপাসনা করতে হবে। এ বছর আরামের প্রতি কম আকৃষ্ট হওয়া উচিত। ব্যক্তিগত লাভের পরিবর্তে অন্যদের সেবা করার দিকে মনোনিবেশ করতে হবে।
বৃহস্পতি গোচর ১৪ মে মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজিট ঘটবে। মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহের স্থানান্তর সামাজিক যোগাযোগ এবং বৌদ্ধিক ক্রিয়াকলাপ বাড়াবে। আপনি যদি নিজেকে নতুন করে গড়ে তুলতে চান, শিক্ষা পেতে চান, তাহলে এই সময়টা কাজে লাগান। আপনি যদি আপনার যোগাযোগ উন্নত করতে চান, তাহলে বৃহস্পতি সদয় হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।