কলকাতা : হিন্দুধর্মে বিশ্বাস, শনিদেবের আশীর্বাদে মানুষ ন্যায় পান। শনি মানেই ক্রুর দৃষ্টি , এ ধারণা ঠিক নয়। ন্যায়নিষ্ঠ মানুষকে দয়ার দৃষ্টিতেই দেখেন বড় ঠাকুর, বিশ্বাস ভক্তদের। 
হিন্দু ধর্মে শনিদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।  জ্যোতিষশাস্ত্র  অনুসারে শনিদেব ন্যায়ের দেবতা। তিনি সকলকে তার কর্ম অনুসারেই ফল দেন। তাই কেউ দোষ করলে শনি তাঁকে বিচারক হিসেবে শাস্তি দেন। ভাল কাজ করলে পান শনির দয়া। 


প্রতি সপ্তাহেই শনিবার বড় ঠাকুরের পুজো করেন যাঁরা, তাঁরা বিশেষ ভাবে পালন করেন শনি জয়ন্তীও। অনেকে এই একদিনই মানেন নিয়ম বিধি। অমাবস্যায়  শনিদেবের জন্ম তারিখ। বছরে দুবার শনি জয়ন্তী পালিত হয়। বৈশাখ অমাবস্যা ও জ্যৈষ্ঠ অমাবস্যা। 

শনি জয়ন্তী কবে 



  • অমাবস্যায়  শনিদেবের জন্ম , বছরে দুবার শনি জয়ন্তী পালিত হয়

  • বৈশাখ অমাবস্যা ও জ্যৈষ্ঠ অমাবস্যা। 

  • এইবার শনি জয়ন্তী পড়েছে বৈশাখে । পড়েছিল ৭-৮  মে। বুধবার । বৈশাখ অমাবস্যায় শনি জয়ন্তী পালিত হয় দক্ষিণ ভারতে । শনিদেবের কৃপায় আর্থিক, মানসিক ও শারীরিক ভাবে ভাল থাকা যায়। 

  • জ্যৈষ্ঠ মাসে শনি জয়ন্তী পড়েছে  বৃহস্পতিবার, ৬ জুন।  জ্যৈষ্ঠ অমাবস্যায় উত্তর ভারতে পালন করা হবে শনি জয়ন্তী।   

    মেষ রাশি
    মেষ রাশির জাতক-জাতিকারা শনির আশীর্বাদ পাবেন। এই রাশির জাতক জাতিকাদের অর্থ বাড়বে। এছাড়াও, এই সময়ে আপনার আর্থিক অবস্থাও ভাল হতে চলেছে। আপনি যদি কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে ঋণ পরিশোধের এটাই সঠিক সময়। পরিবারের সদস্যদের সাথে আপনার ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যারা শ্রমজীবী ​​মানুষ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিতে বেতন বৃদ্ধি বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 


    মিথুন রাশি
    মিথুন রাশির জাতকরাও শনির বিশেষ কৃপা পাবেন। এই রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। আপনি সমাজের জন্য কাজ করতে পারেন। মনে রাখতে হবে, যে কোনও বিষয়ে খুব বেশি চিন্তা করবেন না। কঠিন পরিস্থিতি দেখা দিলে বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে সঙ্কট কাটিয়ে উঠুন। 


    কুম্ভ রাশি
    কুম্ভ রাশির জাতকরাও শনি গ্রহের আশীর্বাদ পাবেন।  এই রাশির জাতকরা নতুন কিছু করার সুযোগ পেতে পারেন। শনি কুম্ভ রাশিতে থাকায় বড় পরিবর্তন ঘটবে। সামান্য সমস্যা  এলেও ভগবান শনির কৃপায় আপনি এই সংকটকেও কাটিয়ে উঠতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।  


    ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।