কলকাতা: এবার অ্যাকশন অবতারে (Action Avatar) অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) পুণ্যলগ্নে প্রকাশ্যে আনলেন তাঁর নতুন কাজের পুলিশি ('Police') কয়েক ঝলক। ফের মন জয় করলেন দর্শকের। শুভেচ্ছায় ভরল কমেন্ট বক্স। 


টোটা এবার পুলিশের চরিত্রে, প্রকাশ্যে নতুন ছবির ঝলক


সম্প্রতি সাফল্যের এক নতুন আমেজে রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। তাঁকে যেন নতুন করে আবিষ্কার করছেন পরিচালকেরা। একের পর এক দুর্ধর্ষ কাজে মাত করছেন, তার মধ্যে বাংলার পাশাপাশি রয়েছে হিন্দিতে কর্ণ জোহরের ছবিও। আজ অক্ষয় তৃতীয়া। এদিনটিকেই নিজের পরবর্তী কাজের ঝলক প্রকাশের জন্য বেছে নিলেন অভিনেতা। 


শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, 'যখন নাগরিকের সাহায্য প্রয়োজন হয়, তাঁরা পুলিশকে ডাকেন। যখন পুলিশের সাহায্যের প্রয়োজন হয়, তাঁরা রণদীপ রায়কে ডাকেন। সে হাড় ভাঙবে, নিয়ম ভাঙবে এবং এমনকী ভাঙতে পারে আইনও, সবটাই ন্যায়ের জন্য। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে, আমার আগামী মুক্তি: 'পুলিশ'-এর ঝলক ভাগ করে নিলাম।' অর্থাৎ বলাই বাহুল্য 'শপথ ২'-এর ঝলক এটি, যেখানে রণদীর রায়ের চরিত্রে দেখা যায় তাঁকে। 


 






ভিডিওয় একেবারে তাঁকে মূলধারার বাণিজ্যিক ছবির পুলিশ অফিসারের অবতারে দেখা গেল। খাকি পোশাকে ফের নজর কাড়লেন তিনি। গুণ্ডা পেটানো থেকে, কাঠ-কাচ ভাঙা, উল্টে পাল্টে মারপিট থেকে গুলি চালানো, সবই পড়ল নজরে। সবশেষে 'পুলিশ' হুঙ্কার দিয়ে চোখে কায়দা করে সানগ্লাস তুলে নেওয়া। মনে ধরবে আবহ সঙ্গীতও। এর আগেও একাধিক বাংলা ছবিতে পুলিশের চরিত্রে দেখা গেছে টোটাকে। 


 



সোশ্যাল মিডিয়ায় টোটার পোস্ট


আরও পড়ুন: 'The Zebras': এবার এক ছবিতে প্রিয়ঙ্কা সরকার ও শারিব হাশমি, প্রকাশ্যে 'দ্য জেব্রাস' ট্রেলার


টোটা রায়চৌধুরী যে ফের একবার পর্দায় ঝড় তুলতে হাজির হচ্ছেন তা স্পষ্ট। তাঁর এই পোস্টেও অনুরাগীদের প্রশংসা ও ভালবাসার বন্যা। কেউ কেউ তাঁকে অ্যাকশন হিরো নিরিখে বলিউডের বিদ্যুৎ জামওয়ালের সমতুল্য বললেন। অনেকেই টলিউডে কমার্শিয়াল ছবির প্রত্যাবর্তনে খুশি। অনেকেই জানিয়েছেন এই ঝলক দেখে তাঁদের প্রত্যাশা আরও বেড়ে গেল। এবার দেখা যাক কতটা সাফল্য লাভ করে এই ছবি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।