Pavel Durov: টেলিগ্রাম অ্যাপের সিইও ও প্রতিষ্ঠাতা পাভেল দুরভের ফ্রান্সে গ্রেফতারির ঘটনার পর থেকেই সমস্যা বাড়ছে। বুধবার অর্থাৎ গতকালই তাঁর বিরুদ্ধে প্রাথমিক কিছু চার্জশিট তৈরি করা হয়ে গিয়েছে। রাশিয়ান বংশোদ্ভূত এই টেক ব্যবসায়ী পাভেলের (Pavel Durov Arrest) বিরুদ্ধে কিছু কঠোর ধারা আরোপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। ফ্রান্সের আদালতে তাঁর মামলা চলবে এবং তার আগে তিনি দেশ ছেড়ে অন্যত্র কোথাও যেতে পারবেন না বলেই জানা গিয়েছে। এমনকী তিনি (Telegram CEO) জামিন পেতে গেলে কত খরচ করতে হবে তাও জানা গিয়েছে।


সপ্তাহে দু-বার হাজিরা দিতে হবে থানায়


টেলিগ্রামের সিইও পাভেল দুরভের বিরুদ্ধে যে সমস্ত চার্জশিট পেশ করা হয়েছে, তা থেকে জামিন পেতে গেলে তাঁকে ৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা দিতে হবে। ফরাসি সরকার পাভেল দুরভকে বর্তমানে দেশ ছেড়ে যেতে নিষেধাজ্ঞা জানিয়েছে। সপ্তাহে দু-বার করে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বিভিন্ন দেশের নাগরিকত্ব রয়েছে দুরভের


রাশিয়াতে জন্ম হলেও রাশিয়া ছাড়াও আরও অনেক দেশের নাগরিকত্ব রয়েছে পাভেল দুরভের কাছে। বেশ কয়েক বছর ধরে দুরভ ফ্রান্সেই থাকছেন। ফরাসি নাগরিকত্বও রয়েছে তাঁর কাছে। রাশিয়া ও ফ্রান্স ছাড়া টেলিগ্রামের সিইও-র কাছে সংযুক্ত আরব আমীরশাহী ও সেইন্ট কিটস, নেভিস দেশের নাগরিকত্ব রয়েছে।


পাভেলের গ্রেফতারিতে রাশিয়া ও আরবের প্রতিক্রিয়া


বিভিন্ন দেশের নাগরিকত্ব সংগ্রহের কারণেই দুরভের এই গ্রেফতারির ঘটনা একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। ফ্রান্সে তাঁর গ্রেফতারির ঘটনায় প্রতিশোধমূলক চক্রান্তের সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকী এই দেশ পাভেল দুরভকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে। দুরভের গ্রেফতারির ঘটনায় সমস্ত রকম আইনি বিকল্প দিতে রাজি হয়েছে আরব আমীরশাহী।


প্রযুক্তি জগতে চলছে গ্রেফতারির সমালোচনা


পাভেল দুরভের গ্রেফতারির প্রভাব ব্যাপকতর হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি জগতের অনেকেই এই গ্রেফতারির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং ফরাসি সরকারের এই কাজকে মত প্রকাশের স্বাধীনতার বিরোধিতার দৃষ্টান্ত বলে মনে করেছেন। এলন মাস্ক, ইথেরিয়ামের সহ প্রতিষ্ঠাতা ভিটালিক বুটেরিন, বালাজী শ্রীনিবাসন এবং এডওয়ার্ড স্নোডেন প্রমুখ বিখ্যাত ব্যক্তিরা এই গ্রেফতারির ঘটনার সমূহ সমালোচনা করেছেন।


আরও পড়ুন: Share Market Opening: পতন দিয়েই শুরু, মার্কিনি বাজারের চাপে সেনসেক্স-নিফটি- আজ কমবে মুনাফা ?