কলকাতা : জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময় পরপর রাশি পরিবর্তন করে। তবে নয়টি গ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়।  শনি  সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ। যে কোনও রাশিতে আড়াই বছর স্থায়ী হন শনিদেব। তাই শনিদেবের শুভ ও অশুভ যে কোনও প্রভাবই হয় অনেক বেশিক্ষণ স্থায়ী। 


গত ১ জুন মেষ রাশিতে গোচর হয়েছিল শনি । মঙ্গল গ্রহ আবার ১২ জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকবেন। যেখানে শনি ২৯ জুন কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছে। এমত অবস্থায় শনির তৃতীয় দৃষ্টি মঙ্গল গ্রহে পড়ছে। শনির তৃতীয় দৃষ্টি  সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। শনির তৃতীয় দৃষ্টির অশুভ প্রভাব  ১২ জুলাই পর্যন্ত মঙ্গল গ্রহে থাকবে । এর প্রভাব কিছু রাশির জীবনেও দেখা যাবে।  মঙ্গল গ্রহে শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য ১২ জুলাই পর্যন্ত কয়েকটি রাশিকে বেশি করে সতর্ক থাকতে হবে।


কন্যা রাশি: মঙ্গল গ্রহে  শনির তৃতীয় নজর কন্যা রাশির মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে জাতকদের ১২ জুলাই পর্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে। এই সময়ে  আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে । আর্থিক ক্ষতিও হতে পারে। দাম্পত্য ও প্রেম জীবনের জন্যও সময়টা কিছুটা প্রতিকূল হবে।


বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদেরও ১২ ই জুলাই পর্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ মঙ্গলে শনির এই দৃষ্টি বৃশ্চিক রাশির জাতকদের জীবনেও অশুভ প্রভাব ফেলতে পারে। এই সময়ে হাত থেকে অনেক ভালো সুযোগ চলে যেতে পারে। বিশেষ করে চাকরি ও ব্যবসার জন্য সময়টি প্রতিকূল যাচ্ছে। তাই এই সময়টা নতুন প্রচেষ্টা করলেও সাফল্যের সম্ভাবনা একটু কম। 


মকর রাশি: মঙ্গল গ্রহে শনির তৃতীয় দৃষ্টি পড়ার অশুভ ফল মকর রাশির জাতকদের ভোগ করতে হতে পারে। এই সময়ে অতিরিক্ত খরচ হবে । সম্পর্কের অবনতি হতে পারে। ছোট সমস্যা বা বিবাদ বড় আকার নিতে পারে। তাই জাতকদের খুব সতর্ক থাকতে হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


আরও পড়ুন :                                    


'গোয়েন্দা' থেকে স্বঘোষিত ধর্মগুরু, তাঁর সাক্ষাতে গিয়েই হাথরসে পদপিষ্ট শতাধিক, কে এই 'ভোলেবাবা'?