বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশিফলে শনির অবস্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিদেবকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। শনি সব গ্রহের মধ্যে সবচেয়ে ধীর।  প্রায় আড়াই বছর শনি একটি রাশিতেই থাকে। এইভাবে, শনি ১২ রাশিচক্রের মধ্যে দিয়ে ঘুরতে প্রায় ৩০ বছর সময় নেয়। 


অনেকে শনিতে নিষ্ঠুর গ্রহ হিসেবে কল্পনা করেন ।  বর্তমানে, শনি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এর ফলে শনির ক্রুর দৃষ্টির সরাসরি ও তীর্যক প্রভাব পেতে পারে মকর, কুম্ভ এবং মীন রাশি। শকুম্ভ রাশিতে থাকাকালীনই ৩০ জুন শনি বিপরীতমুখী হয়েছে। শনির  এই বিপরীতমুখী গতি অনেক রাশির উপর ভালো প্রভাব ফেলবে, আবার কাউকে কাউকে সতর্ক থাকতে হবে।  এই সময়ই একটি বিশেষ অবস্থানের কারণে শশ নামক রাজযোগ গঠিত হয়েছে। এর ফলে বিশেষ উপকৃত হবে কয়েকটি রাশি। 


বৃষ রাশি:
বৃষ রাশির শাসক গ্রহ শুক্র । শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতকরা শশ রাজযোগে লাভবান হবেন। আপনার অমীমাংসিত কাজ এই সময়ে  সম্পন্ন হয়ে যাওয়ার কথা। কর্মজীবন ও ব্যবসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা কাঙ্খিত চাকরি পেতে পারেন। ব্যবসায় দারুণ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ থাকবে।  


কুম্ভ রাশি: 
কুম্ভ রাশির জাতকরা  শশ রাজযোগের ফলে কাঙ্খিত শান্তি ও সুখ পেতে পারেন। লক্ষ্যের কাছাকাছি এগোতে পারবেন। হারিয়ে যাওয়া মনোবল ফিরে পাবেন।  আপনার দীর্ঘস্থায়ী সমস্ত সমস্যা শেষ হতে পারে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগও এই সময়। ভাগ্য আপনার সহায়, তাই ভালো আয় হবে। আপনি আর্থিক লাভে করতে পারবে । 


বৃশ্চিক রাশি:
শশ রাজযোগ অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে এই রাশির ক্ষেত্রে। ভাগ্য আপানর সহায়। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন । আয়ের নতুন উত্স তৈরি হবে। যাঁরা সম্পত্তি কেনার কথা ভাবছেন তাঁদের জন্য এই সময়টি খুব শুভ হতে পারে।  চাকরিজীবীরা নতুন কাজের সুযোগ পাবেন।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: OMR Sheet: OMR-এর ডেটা উদ্ধার করতে ঝাঁপানোর নির্দেশ, কার কার সাহায্য নিতে পারবে CBI, জানিয়ে দিল হাইকোর্ট