কলকাতা: শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। শনিদেব যেমন মানুষকে নিচে ঠেলে দেন তেমন আবার উপরেও টেনে তোলেন। তবে শনির রুষ্ট দৃষ্টি যদি রাশিচক্রে থাকে তবে তার জীবন ছারখার হয়ে যায়। এই দেবতাকে তুষ্ট রাখাও খুব কঠিন। ১৫ নভেম্বর ২০২৪ তারিখে শনি সরাসরি রাশিচক্রে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে শনিদেবের পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা আনবে। 


শনিদেবকে ন্যায়ের দেবতা এবং ফলাফল দাতা বলা হয়। জ্যোতিষশাস্ত্রে তারা মানুষকে তার কর্ম অনুসারে ফল প্রদান করে। নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনির গতি পরিবর্তন সমস্ত ১২ টি রাশিকে প্রভাবিত করে৷ তবে তা কারওর জন্য শুভ আবার কারওর জন্য অশুভ৷                                                          


১৫ নভেম্বর, ২০২৪ বিকেল ০৫:০৯টায় শনি সরাসরি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি প্রত্যক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির উপর এর নেতিবাচক প্রভাব দেখা যাবে, তাদের আর্থিক পাশাপাশি মানসিক ও শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। নভেম্বরে শনি সরাসরি ঘুরে আসার পর, কন্যা, মীন, সিংহ এবং কর্কট রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। এই রাশিগুলির উপর সরাসরি শনি গ্রহের অশুভ প্রভাব পড়বে। 


আরও পড়ুন, অক্ষয় নবমীতে গজকেশরী যোগ! আকস্মিক অর্থলাভ হবে এই রাশিগুলির


শনির অশুভ প্রভাব এড়াতে প্রতিদিন শনি মন্ত্র জপ করুন। ওম শম শনাইশ্চরায় নম: মন্ত্রটি ১০৮ বার জপ করুন। শনি চালিসা পাঠ করলে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। যে রাশিগুলির উপর সরাসরি শনির অশুভ প্রভাব পড়বে। আর্থিক সমস্যা এড়াতে তিনি শনিবার কালী মাতার মন্দিরে একটি লোহার ত্রিশূল দান করতে পারেন। এছাড়াও এই ত্রিশূল শিব মন্দিরেও দান করা যেতে পারে। 


 


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে