কলকাতা : পৌষ পেরিয়ে মাঘ। খরমাস কাটিয়ে ফের শুভ অনুষ্ঠানের সময়। আর মাঘের শুরুতে বুধবার, অর্থাৎ ১৭ জানুয়ারি একটি শুভ দিন। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে সমাপতন হবে বাশি যোগ, আনন্দদি যোগ, সুনাফ যোগ ও শিব যোগের। এই শুভ সময় সকলের জন্য মঙ্গলকারক , তবে ৪ টি রাশির জন্য সৌভাগ্যের জোয়ার আনবে এই শিব যোগ।
শিব যোগ
১৬ জানুয়ারি রাত ৮ টা থেকে শিব যোগ গঠিত হয়েছে। ১৭ জানুয়ারি বিকাল ৫:১২ পর্যন্ত চলবে এই যোগ। শিব যোগ গঠনের কারণে কয়েকটি রাশির জাতকরা বিশেষ উপকার পাবেন। এই শিব যোগ গঠন কোনও কোনও রাশির জন্য খুব ভাল সংবাদ নিয়ে আসতে পারে। ১৭ জানুয়ারি দিনটি এই ৪ টি রাশির জন্য শুভ হবে । তাদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। শিব যোগ গঠনের কারণে, একজন ব্যক্তি মনের জোর পাবেন। কাজে শক্তি পাবেন। অশুভর সঙ্গে লড়াই করার মনোবল পাবেন।
এই যোগ অত্যন্ত শুভ এবং এর প্রভাবে কোনও ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে। দেখে নেওয়া যাক শিবের কৃপায় কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বুধবারের এই শুভ মুহূর্তে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ১৭ জানুয়ারি শিব যোগ ভাল খবর নিয়ে আসবে। ব্যবসায় সাফল্য পেতে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। আপনার ভাল কাজ আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই দিনে, আপনি আপনার মনের মতো ফল পেতে পারেন, যা আপনার মনকে খুশি রাখবে।
কন্যা রাশি
শিব যোগ গঠনের কারণে ১৭ জানুয়ারিতে কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসায় বড় সুযোগ পাবেন। এর সঙ্গে সঙ্গে, এই দিনে আপনি নতুন কারও সংস্পর্শে আসবেন, যার সাহায্যে আপনি নতুন যোগাযোগ স্থাপন করবেন। এর ফলে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। অর্থের ভাল উৎস সামনে আসবে। শুধু সৎ পথে থাকলে তবেই শিবযোগ থেকে উপকৃত হতে পারবেন।
তুলা রাশি
১৭ জানুয়ারি তুলা রাশির জাতকদের জন্য ভাল দিন। শিব যোগ গঠনের জন্য আপনি কর্মক্ষেত্রে অনেক বিস্ময়কর সুযোগ পাবেন, যার ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এই দিনটি আপনার জন্য সৌভাগ্যের হতে পারে।
বৃশ্চিক রাশি
আজ বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি।শিব যোগ গঠনের কারণে আপনি ব্যবসায় নতুন প্রকল্প পাবেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। এই দিনে নানা দিক থেকে আপনার আর্থিক লাভ হতে পারে। শুধু পরিশ্রম করে যেতে হবে।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।