কলকাতা: আগামীকাল ২৭ জুলাই। রবিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কাজে সাফল্য পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফিরে আসবে। বিলাসবহুল জিনিসের পেছনে প্রচুর অর্থ ব্যয় হবে। পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হবে। পরিবারে ভালবাসা এবং ঐক্য বজায় থাকবে।

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): অতীতে কঠোর পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায় লাভ হবে। পরিবারের পিছনে অর্থ ব্যয় হবে। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। পরিবারকে আরও বেশি সময় দিতে হবে। 

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi):  চাকরিতে নতুন সুযোগ পাওয়া যেতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভজনক হবে। আটকে থাকা টাকা ফেরত আসবে। পড়ুয়ারা কঠোর পরিশ্রমের ফল পাবেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): উত্থান-পতনে ভরা থাকবে দিন। প্রচেষ্টা সফল হবে। সম্পত্তি থেকে লাভ হতে পারে। অর্থের ভারসাম্য থাকবে। পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্যে স্থির থাকতে হবে। সম্পর্কের মধ্যে সম্প্রীতি বজায় রাখুন।

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi):  কর্মক্ষেত্রে দায়িত্বে পালনে আরও বেশি মন দিতে হবে। সৃজনশীল ক্ষেত্রে ব্যবসা থেকে প্রচুর লাভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। পড়াশোনায় ভালো ফলাফল পাবেন। প্রেম জীবন দুর্দান্ত হবে।

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi):  কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় নতুন হলেও তা থেকে লাভ পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা উচিত। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তাতে মন ভাল থাকবে। পরিবারিক বিবাদ মেটার আশঙ্কা।                                                                                

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন