কলকাতা : জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে। যেদিন সূর্য কোনও রাশিতে প্রবেশ করে, সেই রাশির সংক্রান্তি ঘটে। গত বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অক্টোবর সূর্য কন্যা রাশি ছেড়ে সকালেই তুলা রাশিতে প্রবেশ করেছে।  সূর্যের রাশিচক্রের এই পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করবে। তবে এই ট্রানজিট কয়েকটি রাশির জন্য খুবই শুভ ফল নিয়ে আসছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রভাব।  


মেষ রাশি: সূর্যের এই যাত্রা মেষ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা শুরু করেছে।  এই সময়ের মধ্যে, মেষের জাতকরা ঠান্ডা মাথায় প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। কর্মজীবন ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসবে এবং আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। তাই মাথা ঠান্ডা করে চললে সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠবে ভাগ্য। 


কন্যা রাশি: সূর্য দেবতার এই রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে। সূর্য দেবতার কৃপায়, দীপাবলির আগেও অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ আসতে পারে।  ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন পথ প্রশস্ত হবে । এই রাশির জাতকদের বাগ্মীতা ও কাজের দক্ষতা আরও উন্নত হবে।


সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারাও সূর্যের সান্নিধ্যে ইতিবাচক ফল ভোগ করবেন। এই গোচর সিংহ রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে। এই বার ধনতেরসে একটি নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। অর্থনৈতিক অগ্রগতি হবে । পরিকল্পিত কাজগুলিও সময় অনুযায়ী সম্পন্ন হবে।


ধনু রাশি: তুলা রাশিতে সূর্যের গমনে ধনু রাশির জাতকদের আয় বাড়বে। আয়ের অনেক রকম উৎস খুলে যাবে।  ব্যবসায় লাভ হবে। বিনিয়োগ থেকেও ভবিষ্যতে সুফল পাওয়া যাবে। কিছুদিন ধরে যে সমস্যা চলছে তারও সমাধান হবে।


কুম্ভ রাশি: সূর্যের রাশিচক্রের পরিবর্তন এই রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে । জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। সম্পর্কের মধ্যে দৃঢ়তা থাকবে। মানসিক শান্তি অনুভব করবেন। ব্যবসায় প্রচুর উন্নতি হবে। অর্থ বিনিয়োগের জন্য ভাল সময় এটা। স্বাস্থ্যের দিক থেকেও সময় ভালো যাবে। পুরানো রোগ থেকে মুক্তি পাবেন।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন : 
কালীপুজোর আগেই ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডব? কবে, কোথায় আছড়ে পড়বে 'ডানা'?