কলকাতা : আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূ্র্ণিঝড়ও। আগামী রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। সেই ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে।  আর এই নিম্নচাপের প্রভাবেই কালীপুজোর আগে জমাট বাঁঝতে পারে দুর্যোগের মেঘ। আবহাওয়া দফতর মনে করছে, আগামী সপ্তাহেই হাজির হতে পারে নিম্নচাপ। হানা দিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ও।  ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন মডেল থেকে প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় 'ডানা' তৈরি হতে পারে।  পূর্বাভাস অনুসারে একটি ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার ৭0%-৮0% সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে। 


 অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা গুরুতর হচ্ছে। আগামী ২৪ থেকে ২৬ এ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড় ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে। আর এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে "ডানা"। এই নাম দিয়েছে কাতার।


আবহবিদরা মনে করছেন,  ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানলে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ অনেকটাই বেশি হবে।  বাংলাদেশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার  গতি হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে ঘূর্ণঝড়ের অভিমুখ যাই হোক বা কেন, দুটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের ওপর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে।


 আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে ।


রবিবার  আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এসে। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরেই  সিস্টেমটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যে কোনো উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে।


মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। মঙ্গল ও বুধবার এই জন্য সতর্কতা জারি করা হয়েছে। মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । 


উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হবে। ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই দুদিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। 


আরও পড়ুন :


অমাবস্যায় জাগবেন মা কালী আর শনি কৃপায় জেগে উঠবে ৪ রাশির ভাগ্য